ঢাকা, ১৭ মে ২০২৫, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সাবেক কৃষিমন্ত্রীসহ আওয়ামী লীগের ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার
mzamin

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদসহ উপজেলা আওয়ামী লীগের ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা আইন কর্মকর্তা (জিপি) মো. মামুনুর রশীদ।
গত সোমবার মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আমলি আদালতের বিচারক মিছবাহুর রহমানের আদালতে এ মামলা দায়ের করেন শ্রীমঙ্গল শহরতলির সিন্দুরখান ইউনিয়নের শ্রীগাঁও এলাকার বাসিন্দা ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শেখ জসিম উদ্দীন।
মামলায় ড. মো. আব্দুস শহীদ ছাড়া অন্য আসামিরা হলেন, মন্ত্রীর ভাই কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল ও তার আরেক ভাই কমলগঞ্জ উপজেলা রহিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের ক্যাশিয়ার বিকাশ চন্দ্র দেবনাথ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র, শ্রমিক লীগ নেতা মো. শাহজাহান মিয়া, আব্দুল ওয়াহিদ আক্তার, মো. জাফর মিয়া, আব্দুল মোছাব্বির লোকমান, মো. পারভেজ মিয়া, মো. নুরুল ইসলাম, মো. জালাল মিয়া, ভুন্ডল চাষা, হাফিজুর রহমান, মুহিবুর রহমান, আবেদ হোসেন, মসুদুর রহমান মসুদ, আবু জামান চৌধুরী রিপন, রাজু দেব রিটন, আকাশ দেব জুয়েল, দুলাল মিয়া, মো. শিপন মিয়া, মো. রাজন মিয়া, বদরুল আলম শিপলু, মো. আব্দুর রশিদ, মো. তারেক আজাদ, মো. সানুর মিয়া, মো. হামিদ মিয়া, মিতালী দত্ত, প্রাণেশ গোয়ালা, উজ্জ্বল দাস, সাজিদ মিয়া, জয়রাম কর্মকার, মো. মোস্তফা, মহেন্দ্র কর।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালে ৫ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট যাওয়ার পথে হবিগঞ্জ জেলার মিরপুর নামক স্থানে অভ্যর্থনা জানিয়ে ফেরার পথে চৌমুহনায় কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও তার দুই ভাইয়ের নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে বাদী ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরীসহ বিএনপি’র লোকজনকে ঘেরাও করে হত্যার উদ্দেশ্যে মারপিট করেন।
মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিছবাহুর রহমান মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status