খেলা
ইউনাইটেডের জয়কে ‘অফসাইড টাইম’ বলছেন নিস্টলরয়
স্পোর্টস ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার
এফএ কাপে ‘ফার্গি টাইমে’ জয় তুলে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। চতুর্থ রাউন্ডে লেস্টার সিটিকে ২-১ গোলে হারায় ইংলিশ জায়ান্টরা। শুক্রবার রেড ডেভিলদের জয়সূচক গোলটি আসে ৯৩ মিনিটে। তবে এ সময় অফসাইডে থাকা হ্যারি ম্যাগুয়ার চোখ এড়িয়ে যান লাইন্সম্যানের। আর ম্যাচ শেষে লেস্টার সিটির ক্ষুব্ধ কোচ রুড ভ্যান নিস্টলরয় বলেন, ‘অফসাইড টাইমে হারলাম।’
ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের আমলে ‘ফার্গি টাইম’ কথাটির উৎপত্তি। সে সময় ম্যাচের শেষ পর্যায়ে গিয়ে জয় তুলে নেয়াটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়ায় তার দলের জন্য। লেস্টারের বর্তমান কোচ নিস্টলরয় উঠে আসেন সেই সময়ই। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ইউনাইটেডের জার্সিতে খেলেন এই ডাচ ফুটবলার। রেড ডেভিল কোচ রুবেন আমোরিম তখন পর্তুগালের বয়সভিত্তির দলের খেলোয়াড়। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধে এদিন মৌসুমে তৃতীয়বারের মতো প্রতিপক্ষের লক্ষ্যে কোনো শট রাখতে ব্যর্থ হয় স্বাগতিকরা। সবমিলিয়ে মোট ১৩ শটের মধ্যে ৪টি লক্ষ্যে রাখতে পারে ইউনাইটেড। সফরকারীদের ৬টির মধ্যে লক্ষ্যে থাকে ৩টি। পঞ্চম রাউন্ডে ওঠার ম্যাচে ৪২ মিনিটে এগিয়ে যায় হামজা চৌধুরির সাবেক ক্লাব। গোলকিপার আন্দ্রে ওনানার সেভে ফিরতি বল থেকে হেডে গোল করেন জ্যামাইকান ফরোয়ার্ড ববি আরমানি দে কর্ডোভা-রেইড। ১-০ স্কোরলাইনে বিরতিতে যায় দু’দল। মাঠে ফিরে ৬৮ মিনিটে ইউনাইটেডের সমতাসূচক গোলটি করেন বদলি হিসাবে নামা জশুয়া জিরকজি। রাসমুস হয়লুন্দের শট লিস্টার গোলকিপার ম্যাডস হারমানসেন ফিরিয়ে দিলে সহজেই বল জালে জড়ান এই ডাচ ফরোয়ার্ড। ম্যাচের যোগ করা সময়ে ফ্রি কিক পায় স্বাগতিকরা। ব্রুনো ফার্নান্দেজের ফ্রি কিক থেকে হেডে গোল করার সময় অফসাইডে ছিলেন ম্যাগুয়ারসহ চার ইউনাইটেড ফুটবলার। দুর্ভাগ্যবশত তা এড়িয়ে যায় লাইন্সম্যানের চোখ। এর আগে গত বছরের ১৬ই ডিসেম্বরে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানায়, এফএ কাপে পঞ্চম রাউন্ডের আগে ব্যবহার করা হবে না ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর। এ কারণে বৈধতা পায় গোলটি। তবে রুবেন আমোরিম স্বীকার করছেন যে ভিএআর প্রযুক্তিটি থাকলে এটি গোল হতো না। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ভিএআরে এটি গোল নয়। খেলায় ন্যায্যতার জন্যই ভিএআর থাকা গুরুত্বপূর্ণ। অফসাইডে খেলায় হার মেনে নেয়া কঠিন। তবে কিছুটা সৌভাগ্য আমাদেরও প্রাপ্য।’ ইউনাইটেড বস যোগ করেন, ‘আমাদের শেষ পর্যন্ত বিশ্বাস রাখতে হয়েছে তবে এই ম্যাচের সঙ্গে ফার্গি টাইমের কোনো সম্পর্ক নেই।’ রেড ডেভিলদের সাবেক খেলোয়াড় ও বর্তমান লিস্টার কোচ নিস্টলরয় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ফার্গি টাইম নয়, আমরা অফসাইড টাইমে হেরেছি। এটা পরিস্কার যে একটা ভুল ম্যাচের ফল ঠিক করে দিয়েছে। এর দরকার ছিল না। ভিএআরে কয়েক সেন্টিমিটার, কয়ের ইঞ্চিতেও অফসাইড হয়। আর এটিতে পরিস্কার আধমিটার। অতিরিক্ত সময়ে যাওয়াটা আমাদের প্রাপ্য ছিল। তারপর হয়তো পেনাল্টি। এ পর্যায়ে এমন সিদ্ধান্ত মেনে নেয়া কঠিন।’
যদিও ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার রয় কিন দাবি করেন ঘটনাটি লাইন্সম্যানের নজর এড়ানোর কোনো কারণই থাকতে পারে না!