ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

এনএইচকেকে ড. ইউনূস

২০২৫ সালের শেষ দিকে হতে পারে নির্বাচন

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ৪:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

mzamin

২০২৫ সালের শেষ দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বল এক সাক্ষাৎকারে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত বুধবার ঢাকায় জাপান সরকারের এনএইচকে সম্প্রচারমাধ্যমকে একটি সাক্ষাৎকার দেন তিনি। সেখানে তিনি কীভাবে দেশ পুনর্গঠনের করছেন সে কথাও তুলে ধরেন।

এনএইচকের প্রতিবেদনে বলা হয়, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে গত বছরের আগস্টে ভেঙে পড়ে শেখ হাসিনার সরকার। এর পরেই দেশের দায়িত্ব নেয় ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ যেন স্বনির্ভর হয়, শক্তিশালী হয় সেটি নিশ্চিত করতেই কাজ করছে ড. ইউনূস। তিনি বলেছেন, আমরা যখন ক্ষমতায় এসেছিলাম, তখনকার পরিস্থিতি বিবেচনায় আমি মনে করি, আমরা অনেক দূর এগিয়েছি। কেননা এখানে সমাজ, অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা, বিচারব্যবস্থাসহ সবকিছুই ছিল বিধ্বস্ত।

গণতান্ত্রিক দেশের জন্য নির্বাচন একটি অপরিহার্য পদক্ষেপ। ড. মুহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় হতে পারে চলতি বছরের শেষ দিক। ইউনূস বলেন, যখন নির্বাচন হবে, যারা নির্বাচিত হয়ে সরকারে আসবে, তারা কাজ করার জন্য খুব নিরাপদ ও দৃঢ় ভিত্তি পাবে। দেশের তরুণেরা ভবিষ্যতে প্রভাবশালী হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনি। গত বছরের গণঅভ্যুত্থানে তরুণেরা মুখ্য ভূমিকা রেখেছিলেন। 

বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাপানের প্রযুক্তি ও বিনিয়োগ তরুণ বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে। ড. ইউনূস আরও বলেন, তরুণেরা কী করতে চায়? তারা তাদের সৃজনশীল শক্তি দেখাতে চায়। এবং তা পুরো বিশ্বের কাছে তুলে ধরতে চায়। সুতরাং আমাদের মনে এই আকাঙ্ক্ষাটাই আছে। দেখা যাক, কীভাবে আমরা এগোতে পারি।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status