খেলা
এপেক্স গলফ টুর্নামেন্ট
(৩ সপ্তাহ আগে) ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ৭:২৪ অপরাহ্ন

গত বুধবার থেকে শনিবার পর্যন্ত আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয় এপেক্স গলফ টুর্নামেন্ট। এপেক্স ফুটওয়্যার লিমিটেড আয়োজিত এই টুর্নামেন্টে দেশবরেণ্য গলফাররা অংশগ্রহণ করেন। গতকাল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী, প্রধান পৃষ্ঠপোষক, আর্মি গলফ ক্লাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স ফুটওয়্যার লিমিটেড-এর চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী। আরও উপস্থিত ছিলেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর।
আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও এপেক্স ফুটওয়্যার লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ মোহাম্মদ এবং হেড অব মার্কেটিং রায়হান কবির। টুর্নামেন্টটি আর্মি গলফ ক্লাবের ইতিহাসে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে, যেখানে ৮৩৬ জন গলফার অংশগ্রহণ করেন। এটি ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ।
আইএসপিআর