ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাবান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

‘দ্রুত সময়ের মধ্যে আজহারুলকে কারামুক্ত করতে হবে’

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৫, রবিবার

আওয়ামী লীগ ক্ষমতায় এসে মনে করেছিল তারাই শুধু বাংলাদেশকে ভালোবাসে। বাংলাদেশকে কারা ভালোবাসে সেটা বিগত সরকারের পিতা শেখ মুজিবুর রহমান ৭০ সালে নিজেই বলেছেন ‘মানুষ পেয়েছে সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি’। দেশের মানুষ তাদের ঘামে অর্জিত ফসল ফলায় আর তারা সেগুলো চুরি করে বিদেশে পাচার করে। শুক্রবার সন্ধ্যায় রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা আমীর মাওলানা আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এসব বলেন।
তিনি বলেন, গত দেড় যুগের শাসনামলে আওয়ামী ফ্যাসিস্ট সরকার ইসলামপ্রিয় মানুষগুলোক গুম খুন, নির্যাতনসহ পরিবারছাড়া করেছিল। তারা আলেম-ওলামাদের টার্গেট করে বিভিন্ন ট্যাগ লাগিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। মতিউর রহমান নিজামীর মতো মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে ফাঁসি দিয়েছে। তিনি বলেন, এই রংপুরের একজন ভালো মানুষ এটিএম আজহারুল ইসলামকে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালিয়ে গেলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটিএম আজহারুল এখনো কারামুক্ত করে করেনি। অতিদ্রুত সময়ের মধ্যে আজহারুলসহ মিথ্যা মামলায় আটক সকল আলেম-ওলামাদের মুক্ত করে দিতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, এদেশে যতদিন না আল্লাহর আইনের শাসন প্রতিষ্ঠিত হয় ততদিন শান্তি আসবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা প্রত্যেকের দ্বারা গিয়ে কোরআনের দাওয়াত দিবেন। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদে স্মরণ করে তিনি বলেন, রংপুরের ধর্মপ্রাণ মানুষ খুব সাহসী। ফ্যাসিবাদের বিরুদ্ধে শহীদ আবু সাঈদ পুলিশের সামনে বুক উঁচু করে ধরেছিলেন। পুলিশ পর পর কয়েকটি গুলি ছোড়ে তার বুকে। আওয়ামী লীগের দুঃশাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে পুলিশ প্রশাসন সর্বক্ষেত্রে দলীয়করণ, স্বজনপ্রীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনৈতিক অবস্থা চুরমার করেছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর অঞ্চলের পরিচালক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কার্যপরিষদের সহকারী ও  রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর জেলা মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এ.টি এম আযম খান, রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, বাংলাদেশ ছাত্র শিবিরের জেলার সভাপতি ফিরোজ মাহমুদ, ছাত্র শিবিরের কাউনিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি বাবর আলী বক্তব্য রাখেন। এ ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন দায়িত্বে থাকা নেতাকর্মীরা বক্তব্য রাখেন। 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার ছবি গ্রুপে পোস্ট/ শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা

উপদেষ্টা মাহফুজকে ক্ষমা চাওয়ার দাবি/ সিলেটে ‘তাওহিদী জনতাবন্ধন’

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status