বাংলারজমিন
ক্যান্সার আক্রান্ত সাংবাদিক সুলতানের আকুতি
জামালপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৫, রবিবারসদা হাস্যোজ্জ্বল জামালপুরের সাংবাদিক অর্থকষ্টে উন্নত চিকিৎসার অভাবে বিছানায় শুয়ে মৃত্যুর দিনক্ষণ গুনছেন। নিথর দেহে পড়ে আছে ভাঙাচোরা বসতঘরে। মৃত্যু পথযাত্রী সাংবাদিক এম সুলতান আলম ইংরেজি দৈনিক বাংলাদেশ টু ডে’র জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। অর্থকষ্ট আর উন্নত চিকিৎসা অভাবে সুলতান আলম মৃত্যুর প্রহর গুনছেন। গণমাধ্যম সহকর্মীরা তাকে হাসপাতালে পাঠানোর ব্যস্ত করলেও পরীক্ষা নিরিক্ষা আর হাসপাতালের ব্যয়ভার বহন করতে না পেরে বাড়িতে ফিরিয়ে এনেছেন স্বজনরা। প্রচণ্ড ব্যথা আর মুখে কিছুই খেতে না পারায় দিন দিন শারীরিক অবস্থার চরম অবনতির দিকে যাচ্ছে। স্বামীর ক্যান্সার যন্ত্রণার আর্তচিৎকারে স্ত্রীর বোবা কান্না ছাড়া আর কিছুই করার নেই। পরিবারে কেউ নেই তাকে সামান্য সাহায্য করার। দারিদ্র্যের সাথে সারাজীবন সংগ্রাম করে আপসহীন এ সাংবাদিক মানবেতর জীবন যাপন করলেও কখনো নীতিভ্রষ্ট হয়নি। নিঃসন্তান সুলতান স্ত্রী নিয়ে একটি কুড়েঘরে বসবাস করলেও কারো করুনা প্রার্থনা করেনি কখনো। সাংবাদিকতা ছাড়া তার আয়ের আর কোন উৎস না থাকায় টানাপড়েন সংসারে সঞ্চয় করার মতো কোন সুযোগ ছিলো না। যে মানুষটি সব সময় অসহায় মানুষের পাশে থেকেছেন। কোন অসহায় ব্যক্তি অসুস্থ হলে সে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতেন। সমাজের নারী, শিশু বিপদাপন্ন হলে মানবকল্যাণে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছেন। সেই মানুষটিই আজ মৃত্যুর মুখোমুখি।
ডাক্তাররা বলেছেন, তার চিকিৎসায় ২৫ থেকে ৩০ লাখ টাকা প্রয়োজন। এতো টাকা সহায়তায় একমাত্র রাষ্ট্রীয় এবং বিত্তবানদের মানবিক সহায়তা ছাড়া সম্ভব না। তার স্ত্রীর আবেদন তার স্বামীকে বাঁচাতে সবার সহায়তা হাত প্রসারিত করলে বাঁচানো সম্ভব হবে। একজন সৎ সাংবাদিককে সহায়তা অব্যাহত রাখলে সুলতান যেমন বেঁচে থাকবে, তেমনি বেঁচে থাকবে তার পরিবার আর সমাজ ফিরে পাবে একজন প্রকৃত সমাজসেবককে।