বাংলারজমিন
দশম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ, পদযাত্রা
স্টাফ রিপোর্টার
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষকরা। এরআগে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এরপর পদযাত্রা নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাবার সময় ব্যারিকেড দেয় পুলিশ। সেখানেই অবস্থান নেন তারা। এরপর ১০ সদস্যের একটি প্রতিনিধিদল যমুনায় দাবি সংবলিত স্মারকলিপি দেন।
গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন শিক্ষকরা। সারা দেশ থেকে আসা শিক্ষকরা এতে যোগ দেন। সমাবেশে শিক্ষকদের ‘একদফা, এক দাবি, শিক্ষকদের ১০ গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দেন। আন্দোলনকারী শিক্ষকরা বলেন, আমাদের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে বেতন দেয়া হয়, যা একজন শিক্ষক হিসেবে মেনে নিতে পারি না। দশম গ্রেড আমাদের প্রাণের দাবি। সমাবেশ থেকে শিক্ষকরা পদযাত্রা করে যমুনার দিকে যেতে থাকেন। এ সময় পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে শাহবাগে আটকে দেন। বাধা পেয়ে সেখানেই বসে পড়েন শিক্ষকরা। বিকেলে পুলিশের সঙ্গে আলোচনার পর ১০ সদস্যের একটি প্রতিনিধিদল গঠন করা হয়। তাদের শাহবাগ থানার ভেতর থেকে একটি পুলিশ ভ্যানে যমুনায় নিয়ে যাওয়া হয়। ১০ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন- মো. মাহবুবুর রহমান, মো. লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুন নাহার লিপি। শিক্ষকরা ফিরে এসে বলেন, যমুনায় যাবার কথা বলে কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কর্মকর্তা না থাকায় স্মারকলিপি জমা দিতে পারিনি।