ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাবান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

বেরোবিতে পরীক্ষা না দিয়েও পাস ছাত্রলীগ নেত্রী

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবারmzamin

পরীক্ষা না দিয়েও পাস করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী। বেরোবি’র গণিত বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিনের বিরুদ্ধে পাস করিয়ে দেয়ার অভিযোগ ওঠে। ঐশী ছাত্রলীগের বেরোবি শাখার সাংগঠনিক সম্পাদক। ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে প্রথম সারিতে থাকতেন তিনি। গত ১৬ই জুলাই আবু সাঈদ হত্যার পর থেকেই পলাতক রয়েছেন। 
এদিকে ছাত্রলীগ নেত্রী ঐশীকে ছাড়াই গত ডিসেম্বর মাসে গণিত বিভাগের মাস্টার্স ১ম সেমিস্টারের ৫১০২ কোর্সের মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে ঐশীর ফলাফল আসে। এ নিয়ে বিভাগের ভিতরে ও বাইরে চলছে ব্যাপক সমালোচনা। বিষয়ে ঐশীর সহপাঠীরা বলেন, ওই কোর্সের পরীক্ষার দিন ঐশীকে আমাদের সঙ্গে পরীক্ষা দিতে দেখিনি। তবে অন্য সময় বা অন্য কক্ষে পরীক্ষা দিয়েছে কিনা বলতে পারছি না। এ বিষয়ে জানতে ঐশীর মুঠোফোনে একাধিবার কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের বলেন, আমি ওই পরীক্ষা দিয়েছি। তবে কবে দিয়েছি তারিখটা মনে নেই। 
এ বিষয়ে কোর্স টিচার অধ্যাপক ড. রুহুল আমিন বলেন, আমি পরীক্ষা জুলাই-আগস্টের আগেই নিয়েছি। মাস্টার্স ১ম সেমিস্টারের সকল বিষয় আগেই শেষ করে ফেলছি আমরা। তখন সে পরীক্ষা দিয়েছিল। কিন্তু ওই ব্যাচের সিআরের দেয়া পরীক্ষার নোটিশ থেকে জানা যায়, গণিত বিভাগের মাস্টার্স ১ম সেমিস্টারের ৫১০২ কোর্সের মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২রা ডিসেম্বর। গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কমলেশ চন্দ্র রায় বলেন, আমি জুলাই অভ্যুত্থানের পরে ওই শিক্ষার্থীকে বিভাগে কখনো দেখিনি।

পাঠকের মতামত

গনিতের শিক্ষক খুনি হাসিনার দোষর

Rony
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১:০৮ অপরাহ্ন

অনুতাপহীন এই বর্বরদের প্রতি করুণা প্রদর্শন কেন? হাজার বছর পরে এলেও এরা বর্বরতা নিয়েই জন্মাবে।

মোহাম্মদ হারুন আল রশ
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১১:২৪ পূর্বাহ্ন

বেরোবিতে আওয়ামী ভূত কিভাবে থাকতে পারে?

Ahmad Zafar
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১০:১৭ পূর্বাহ্ন

এই না হইলো সংস্কার। এই দেশ থেকে খুব সহজে সংস্কার হবেনা।

Ashiq
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯:১৮ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status