ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

আবার প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন ঢাকা ফিরেই দেবেন পরীক্ষা

স্পোর্টস রিপোর্টার
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবারmzamin

চিটাগং কিংসের বাংলাদেশি স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা। আপাতত খেলতে বাধা না থাকলেও ঢাকায় ফিরেই পরীক্ষা দিতে হবে তাকে। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন বিপিএলের টেকনিক্যাল কমিটির হেড ও ম্যাচ রেফারিদের প্রধান রকিবুল ইসলাম। গেল দুই আসরে দারুণ বোলিং করেছেন আলিস। এবারও শুরু থেকেই চিটাগংয়ের বোলিং আক্রমণে অন্যতম ভরসা এই ‘রহস্য স্পিনার’। ৮ ম্যাচে তার শিকার ১২ উইকেট, ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৪১। সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় তার অবস্থান যৌথভাবে ৩ নম্বরে। আলিস ছাড়া শীর্ষ পাঁচে চিটাগংয়ের আর আছেন শুধু পেসার সৈয়দ খালেদ আহমেদ। এমন বোলারকে এর আগের ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে একাদশে রাখেনি চিটাগং। তখনই এ নিয়ে আলোচনা শুরু হয়। আর গতকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচের আগে জানা গেলো তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা। এ বিষয়ে বিপিএলের টেকনিক্যাল কমিটির হেড রকিবুল ইসলাম মানবজমিনকে বলেন, ‘হ্যাঁ, আম্পায়াররা ওর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে ম্যাচ রেফারি সেটি জানিয়েছেন। তবে আপাতত  তার খেলায় কোনো বাধা নেই। তবে ঢাকায় ফিরে ২৫শে জানুয়ারি পরীক্ষা হবে আলিসের। এরপর ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ যদিও কোন ম্যাচে বা কোনো সুনির্দিষ্ট ডেলিভারি কি না বা কতটি ডেলিভারি সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা, সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি রকিবুল। নিয়ম অনুযায়ী এই পরীক্ষায় ফেল করলে বিপিএলে এবার আর খেলা হবে না আলিসের। এরপর অ্যাকশন ঠিক করে আবার পরীক্ষা দিয়ে পাশ করলে তবেই বোলিং করতে পারবেন। 
চিটাগংয়ের ম্যানেজার লাবলুর রহমান ম্যাচ শেষে অবশ্য কিছুটা ভিন্ন তথ্য দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আলিসের কিছু ডেলিভারি নিয়ে আম্পায়াররা রিপোর্ট করেছেন। বিপিএল শেষে ও পরীক্ষা দিবে, সেটা দেশে না হলে দেশের বাইরেও হতে পারে। আপাতত বিপিএলে তার খেলা নিয়ে সমস্যা নেই।’ গতকাল অবশ্য ঢাকার বিপক্ষে চিটাগংয়ের একাদশে ছিলেন আলিস। ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন মুনিম শাহরিয়ারের উইকেট। গতকালই চট্টগ্রামে স্বাগতিকদের শেষ ম্যাচ ছিল। তাদের পরের ম্যাচে ২৯শে জানুয়ারি ঢাকায়। এর আগেও একবার আলিসের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। ২০১৯ বিপিএলে তার বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেন আম্পায়াররা। তবে পরীক্ষা দেওয়ার আগেই চোট পান তিনি। যে কারণে ৮ মাস মাঠের বাইরে ছিলেন আলিস। এরপর সুস্থ হয়ে পরীক্ষা দিয়ে পাশ করেন ২৮ বছর বয়সী এই স্পিনার। বিপিএলের গত আসর দিয়ে এই টুর্নামেন্টে প্রত্যাবর্তন করেন আলিস। এই আসরে ভালো বোলিং করা এই মিস্ট্রিস্পিনার ডাক পান জাতীয় দলেও। কিন্তু চোটে পড়ায় আন্তর্জাতিক ক্রিকেটে আর ঢোকা হয়নি তার। 
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status