বাংলারজমিন
শ্যালকের স্ত্রীকে নিয়ে উধাও জার্মান প্রবাসী
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
নগরকান্দায় স্ত্রীর কাছে যৌতুক না পেয়ে শ্যালকের বউ ভাগিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বাবুল হোসেন মোল্যা নামে এক জার্মান প্রবাসীর বিরুদ্ধে। অভিযোগ উঠেছে প্রবাসী বাবুল তার প্রথম স্ত্রী তাহেরা ওয়াজেদ তুহিনের কাছে পঞ্চাশ লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় স্ত্রীর চাচাতো ভাই নগরকান্দা উপজেলার বিলগোবিন্দপুর গ্রামের নাজমুল সরদারের স্ত্রী সাদিয়া আরলী জোয়াদ্দারকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে বাবুল হোসেন। এ ঘটনায় বাবুলের প্রথম স্ত্রী ভুক্তভোগী তাহেরা ওয়াজেদ তুহিনের বড় ভাই ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুল ফরিদপুর আদালতে একটি যৌতুক মামলা দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ সরদারের মেয়ে তাহেরা ওয়াজেদ তুহিনের সঙ্গে পার্শ্ববর্তী সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খালিশপট্টি গ্রামের মৃত আবু হানিফ মোল্যার ছেলে জার্মান প্রবাসী মো. বাবুল হোসেন মোল্যার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবুল হোসেন মোল্যা বলেন, আমার বিরুদ্ধে যৌতুকের যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। বেশ কয়েক বছর ধরে আমার প্রথম স্ত্রী তাহেরা ওয়াজেদ তুহিনের সঙ্গে আমার সম্পর্কের অবনতি চলছিল। আমি আমার প্রথম স্ত্রীকে আইন সম্মতভাবে তালাক দিয়ে সাদিয়াকে দ্বিতীয় বিবাহ করেছি।
পাঠকের মতামত
যৌতুক চাওয়া সমর্থন করিনা। কিন্তু শালার বৌ তো নিঃশ্চয় প্রাপ্তবয়স্ক (১৮+)। আর দুই সন্তান রেখে অন্য কাউকে বিয়ে করা অনৈতিক হতে পারে। কিন্তু আইনসঙ্গত ভরনপোষন দেয়া হলে আর দুজনেই তালাকপ্রাপ্ত হলে তা বেআইনি নয়।
সঠিক কাজ, ক্যাশ ছিলনা বলে সম্পদ ( মাল ) নিয়েছে, সময়ের উপযোগী।
আমাদের সমাজের বড় সমস্যা হল মহিলাদের কথা চোখ বন্ধ করে বিশ্বাস করেন সবাই কোন যাচাই করা লাগেনা পুরুষের কথা বিশ্বাস করতে চাই না এই লোকটা বিয়ে করেছে আকাম-কুকাম করে ধরা পরেনাই আপনারা যারা গালাগালি করতেছেন আপনারা হলেন বর লোচ্চা বারিতে বউয়ের মাইর খান কিন্তু সাহস করে কিছু করতে পারেননা এই লোক সাহস করে আরও একটা বিয়ে করেছে আরে আবালের দল একটু মাথা খাটাও চিন্তা কর কে দুই বাচ্চা হওয়ার পরে কেউ যৌতুক চায়
এই বদমাইশ দুইজনকে হাত-পা -মুখ বেধে লাল পিপড়ার ঢিবির উপর বসিয়ে দেওয়া হোক। সারা গায়ে বিছুটীর পাতা ঘসে দেওয়া হোক।
সালারপোত সালা লুইচ্চা সালাকে জেলে পুরতে হবে।