খেলা
নাসুমের এক ওভারেই ৩৪ বার্লের, ৬৭/৬ থেকে ১৫৬/৮ জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ২ আগস্ট ২০২২, মঙ্গলবার, ৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৩৪ অপরাহ্ন

৩ বছর আগে মিরপুরে সাকিব আল হাসানের এক ওভারেই ৩০ রান তোলেন রায়ান বার্ল। এবার বার্লের ঝড় বয়ে গেলো নাসুম আহমেদের ওপর দিয়ে। হারারেতে সিরিজ নির্ধারণী তৃতীয় টি- টোয়েন্টিতে ইনিংসের ১৫তম ওভারে তাণ্ডব চালান তিনি। নাসুমের করা ওই ওভার থেকে ৩৪ রান তুলে নেন বার্ল। মাত্র ২৮ বলে ৬ ছক্কা ও ২ চারে ৫৪ রান করে আউট হন এ বাঁহাতি। বার্লের ব্যাট চড়েই ৬৭ রানে ৬ উইকেট হারানোর পরও জিম্বাবুয়ের সংগ্রহ ৮ উইকেটে ১৫৬।
নাসুমের ওভারে টানা চারটি ছক্কা হাঁকান বার্ল। পঞ্চম বলে চার। ষষ্ঠ বলে আবার ছক্কা। টি- টোয়েন্টিতে এক ওভারে সবচেয়ে বেশি রান দেয়া বাংলাদেশি বোলার এখন নাসুম। তিনি পেছনে ফেলেছেন মোহাম্মদ সাইফুদ্দিনকে। ২০১৭ সালে পচেফস্ট্রুমে সাইফুদ্দিনের এক ওভারে ৩১ তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার।
টসে জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়েকে চেপে ধরেন বাংলাদেশের স্পিনাররা। দলীয় ২৯ রানে রেজিস চাকাভাকে (১৭) ফিরিয়ে প্রথম সফল্য এনে দেন নাসুম। ৪৫ রানের মাথায় ওয়েসলি মাধেভেরেকে (৫) বোল্ড করেন মেহেদী হাসান। সিকান্দার রাজাকে (০) রানের খাতাই খুলতে দেননি তিনি। শন উইলিয়ামসকে (২) সাজঘরের পথ দেখান অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। আর মিল্টন শাম্বাকে (৪) উইকেটের পেছনে বিজয়ের ক্যাচ বানান মোস্তাফিজুর রহমান। এর আগে মাহমুদুল্লাহ রিয়াদকে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন অধিনায়ক ক্রেইগ আরভিন (২৪)।
১৩ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৬৭ রান। সেখান থেকে পরের ৩১ বল থেকে এলো ৭৯! বার্ল ২৮ বলে ৫৪ এবং লুক জংউই ২০ বলে করেন ৩৫ রান। মেহেদী হাসান ও হাসান মাহমুদ প্রত্যেকেই ২৮ রানে নিয়েছেন ২ উইকেট।