বাংলারজমিন
সুনামগঞ্জের সাবেক কাউন্সিলর আহসান জামিল কারাগারে
সুনামগঞ্জ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৫, বুধবারসুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা-মামলার ঘটনায় পৌরসভার সাবেক কাউন্সিলর আহসান জামিল আনাছকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক রোকন উদ্দিন কবির জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামির আইনজীবী রবিউল লেইস রোকেস। আহসান জামিল সুনামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। জানা যায়, ৪ঠা আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় গুলিবিদ্ধ আহত জহুর আলীর ভাই জেলার দোয়ারাবাজার উপজেলা বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে ২রা সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক দুই সংসদ সদস্যসহ ৯৯ জনকে আসামি করে অজ্ঞাতনামা আসামি করা হয় ২০০ জনকে।