বাংলারজমিন
সড়কে সভা করতে না দেয়ায় ইউএনওকে বিএনপি নেতার হুমকি
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
(৪ সপ্তাহ আগে) ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ১২:০৬ অপরাহ্ন

সড়কে যুবদলের কর্মী সভা করতে না দেয়ায় কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এহসান মুরাদকে লালমাই থেকে বিতাড়িত করার হুমকি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়া।
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা পূর্ব বাজারস্থ আমিনুল ইসলাম সওদাগর ফিলিং স্টেশনের সামনে বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুমকি দেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, লালমাইয়ের প্রশাসন শেখ হাসিনার প্রেতাত্মা। আমি ভদ্র লোকের নাম জানি না। ওনি কি হিন্দু না মুসলিম, ওনি কি সাদা না কালো, আমি ভদ্র লোকের নাম জানি না। আপনাদের যিনি টিএনও (ইউএনও) আমি হলফ করে বলতে পারি। ভদ্রলোক শেখ হাসিনা তথা আওয়ামী লীগের পারপাস সার্ভ করে লালমাইয়ে। ওনাকে আমি বলে দিচ্ছি, শেখ হাসিনাকে হটিয়েছি। আপনাকে লালমাই থেকে বিতাড়িত করার জন্য লালমাইবাসীর একটি ইউএনও অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করবো। সেই কর্মসূচিতে আমি আপনাদের সাথে থাকবো।
তিনি আরো বলেন, আমি ২০০৮ সালের ২৯ তারিখ লোটাস কামালের বিপরীতে নির্বাচন করেছি। আমি পরাজিত হয়েছি। কিন্তু বাগমারা বাজারে চা খেয়েছি, মিটিং করেছি। কোনোদিন আমি বাধার সন্মুখীন হইনি। এটাই কিন্তু বাস্তবতা। কিন্তু এই টিএনও আমার কর্মসূচিতে বাধা প্রদান করেছেন। আপনার গত ৩/৪ মাসের সকল কর্মকাণ্ড, কার কাছ থেকে কী সুযোগ সুবিধা গ্রহণ করছেন, আপনি বিএনপিকে বিকেন্দ্রীকরণ করতেছেন আমরা সেটা জানি। আমাদের বিএনপিতে মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা আছে। এই প্রতিযোগিতা আমি সাদরে গ্রহণ করি। আমি দলের কাছে মনোনয়ন চাইবো। আমি যদি মনোনয়ন না পাই, অন্য যেই নেতা মনোনয়ন পাবে আমি আপনাদের কে সাথে নিয়ে সেই নেতার কর্মী হয়ে কাজ করবো। সেই জন্য মাননীয় টিএনও সাহেব আপনাকে কেউ বেতন দেয় না বিএনপিকে নিয়ে ছিনিমিনি খেলার জন্য। আমি এই কর্মসূচি থেকে আপনাকে সাবধান করে দিচ্ছি- আমি আপনাকে চিনি না, আমি আপনার নাম জানি না। আপনি অবশ্যই গত ১৭ বছর শেখ হাসিনা তথা আওয়ামী লীগের সুবিধাভোগী একজন লোক, এমন নয় যে আপনি জিয়া পরিবারের লোক। আপনি গত ১৭ বছর ওএসডি হয়ে ছিলেন, আজকে আপনি আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়ে পুত-পবিত্র হয়ে লালমাইয়ে আসছেন এমন নয়। আপনার এসিআর কিন্তু মোবাশ্বের আলম ভুঁইয়া বের করবে। মোবাশ্বের আলম ভুঁইয়া কিন্তু খেলোয়াড় খুব একটা খারাপ না। কতবড় দু:সাহস। গত ১৭ বছর এই রাজপথে আমরা রক্ত ঝরিয়েছি। আমাদের রক্তের দাগ এখনো শুকায়নি। অথচ আপনি এসেছেন আমাদের সাথে মশকরা করতে। আপনাকে আমি সাবধান করে দিচ্ছি এই মশকরা করে আপনি সফল হবেন না। ইনশাল্লাহ।
লালমাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন মজুমদারের সভাপতিত্বে কর্মী সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা এডভোকেট বেলাল হোসেন, মাওলানা জাকির হোসেন, লালমাই উপজেলা যুবদলের আহবায়ক জাবের আহমেদ জাবেদ, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা খোরশেদ আলম লোকমান প্রমুখ।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এহসান মুরাদ বলেন, কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কের বাগমারা বাজার পাইপাস সড়কটির উপরে ছামিয়ানা টানিয়ে সড়কের দুইপাশে প্যান্ডেল নির্মাণ করে যুবদলের কর্মীর সভার আয়োজন করে বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদল। যানজট ও জনভোগান্তি এড়াতে আমি তাদের বিকল্প স্থানে সভা করতে বলেছিলাম। এতে তারা আমার প্রতি মনক্ষুন্ন হয়ে এমন বক্তব্য দিয়েছেন। তবে তারা লালমাই উপজেলার বাগমারা বাজারের পাশেই বিকল্প স্থানে শান্তিপূর্ণভাবে কর্মী সভাটি করতে পেরেছেন।