ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

শেষের পাতা

এজেন্ডা ভিন্ন

একদিনে তিন প্রভাবশালী দূত সেগুনবাগিচায়

কূটনৈতিক রিপোর্টার
২০ জানুয়ারি ২০২৫, সোমবারmzamin

এজেন্ডা ভিন্ন। কিন্তু একই দিনে কাছাকাছি সময়ে সেগুনবাগিচায় পৃথক সাক্ষাৎ-বৈঠক করলেন বিশ্বের প্রভাবশালী ৩ রাষ্ট্রের রাষ্ট্রদূত। দিনের শুরুতে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। দুপুরে রাশিয়ার রাষ্ট্রদূত। অপরাহ্ণে যান নবনিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। সব ক’টি বৈঠকে নিজ নিজ দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। স্মরণ করা যায়, গত ১১ই জানুয়ারি ঢাকায় দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের পররাষ্ট্র উপদেষ্টা এবং সচিববের সঙ্গে এটাই প্রথম সাক্ষাৎ।

গণতান্ত্রিক পথ তৈরিতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত: পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে মার্কিন দূতের ব্যাক টু ব্যাক বৈঠকের দূতাবাসের তরফে জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উভয় বৈঠকেই সমৃদ্ধ ও গণতান্ত্রিক পথ তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিটি ছিল এমন নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন প্রথমবারের মতো পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অভিন্ন স্বার্থ এবং অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত জ্যাকবসন দুই দেশের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব এবং বাংলাদেশি জনগণের জন্য একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক পথ তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের পুনর্ব্যক্ত করেন। 

ঢাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং চীনের রোগী পাঠানোর নিয়ে আলোচনা: এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাতে ঢাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণে বেইজিংয়ের সহায়তা এবং চীনের রোগী পাঠানো নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়া পররাষ্ট্র উপদেষ্টার আজ থেকে শুরু হওয়া চীন সফর নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে জানিয়েছেন সেগুনবাগিচা। সফরে রেল, স্বাস্থ্য ও পানিবিষয়ক সহযোগিতাকে গুরুত্ব দেবে বাংলাদেশ। চীনের সহযোগিতায় ঢাকার পূর্বাচলে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে প্রস্তাবনা রয়েছে, যার জমিসহ অন্যান্য সুবিধা দিতে বাংলাদেশ সম্মত। মন্ত্রণালয় জানায়, চীনে পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশি নাগরিকদের উন্নতমানের চিকিৎসার জন্য চীনের কুনমিংয়ে তিন থেকে চারটি অত্যাধুনিক হাসপাতাল নির্ধারণ করে দেয়ার অনুরোধ জানাবে ঢাকা। বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের আওতায় যাত্রীদের জন্য আরও রেলওয়ে কোচ যুক্ত করার জন্য বেইজিংয়ের সহায়তা চাইবেন পররাষ্ট্র উপদেষ্টা। এ নিয়ে রোববারের বৈঠকে চীনের রাষ্ট্রদূত জানান, চীনা ঋণের সুদের হার কমানোর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে বেইজিং। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি মতে, বৈঠকে চীনা রাষ্ট্রদূত উপদেষ্টাকে ২০ থেকে ২৪শে জানুয়ারি চীনে তার প্রথম আসন্ন দ্বিপক্ষীয় সফরের বিষয়ে অবহিত করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আনুষ্ঠানিক আলোচনার সময় চীনা নেতাদের সঙ্গে আলোচনার বিষয়গুলো সম্পর্কে অবহিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনায় উপদেষ্টা বিভিন্ন বিভাগে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বও তুলে ধরেন। তিনি বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের আওতায় যাত্রীদের জন্য আরও রেলওয়ে কোচ যুক্ত করার জন্য চীনের সহায়তা কামনা করেন। স্বাস্থ্য খাতে সহযোগিতার গুরুত্বের কথা উল্লেখ করে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা উল্লেখ করেন যে, ঢাকার পূর্বাচলে একটি পূর্ণাঙ্গ বিশেষায়িত চীনা হাসপাতাল তৈরি করার জন্য জমি এবং অন্যান্য সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। চীনের কুনমিংয়ে অন্তত তিন থেকে চারটি শীর্ষস্থানীয় হাসপাতাল মনোনীত করার জন্য অনুরোধ করেছেন, যাতে বাংলাদেশি নাগরিকরা সেখানে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারেন। পররাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, আহত শিক্ষার্থীরা দ্রুত চীনে তাদের চিকিৎসা পাবেন। চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থে চীন সবকিছুই করবে। রাষ্ট্রদূত পররাষ্ট্র উপদেষ্টাকে আরও জানান, আসন্ন সফরের সময় বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো জলবিদ্যুৎ সংক্রান্ত তথ্য বিনিময়ের বাস্তবায়ন পরিকল্পনা সংক্রান্ত সমঝোতা স্বাক্ষর করতে চীন প্রস্তুত। সফরের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূত উপদেষ্টাকে জানান, তার দেশের জনগণ চীনে পররাষ্ট্র উপদেষ্টাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। চীন বাংলাদেশের সব সময়ের পরীক্ষিত বন্ধু এবং সরকার নির্বিশেষে বাংলাদেশের জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। তিনি পুনর্ব্যক্ত করেন যে, চীন বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে। তিনি বলেন, চীন বাংলাদেশের স্থিতিশীলতা, সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণ ও উন্নয়ন উদ্যোগের জন্য তাদের সমর্থন অব্যাহত রাখবে। ভালো বন্ধু ও প্রতিবেশীর চেতনায় বাংলাদেশের পাশে দাঁড়িয়ে চীন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের তাদের মাতৃভূমিতে দ্রুত প্রত্যাবাসনে তার সমর্থন অব্যাহত রাখবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য রোডম্যাপ তৈরির গুরুত্বের ওপর আলোকপাত করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ আশা করে, চীন রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সাহায্য করার জন্য একটি শক্তিশালী ও সক্রিয় ভূমিকা পালন করবে। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ সর্বদা ‘এক চীননীতি’ সমর্থন করে এবং বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরপূর্তি উদ্‌যাপনের প্রাক্কালে এই সফর গভীর বোঝাপড়া, বন্ধুত্ব এবং সম্পর্ককে আরও শক্তিশালী করবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ চীনে বাংলাদেশি পণ্যের ১০০ শতাংশ শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধার প্রশংসা করে। তিনি আশা প্রকাশ করেন, এই বাজারে প্রবেশাধিকার ২০২৯ পর্যন্ত অব্যাহত থাকবে (তিন বছর এলডিসি-উত্তরণ পরবর্তী সময়ের পরে)।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ জটিলতা কাটবে দ্রুতই: রাশিয়ার রাষ্ট্রদূত
ওদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণ পরিশোধে জটিলতা দ্রুতই কেটে যাবে বলে জানিয়েছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিন। দায়িত্ব নেয়ার পর রোববার প্রথমবারের মতো পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত। পরে সাংবাদিকদের তিনি জানান, অতীতেও রাশিয়া বাংলাদেশের পাশে ছিল। সহযোগিতার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণ পরিশোধের জটিলতা দ্রুতই এর সমাধান হবে। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে রাশিয়া। এই বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি চালু হলে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে আশা প্রকাশ করেন রাশিয়ার রাষ্ট্রদূত। রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশের পাশে থাকার কথা জানায় রাশিয়া।
 

পাঠকের মতামত

ঢাকা কেন্দ্রিক হাসপাতাল কেন? বিকেন্দ্রীকরন দরকার। স্বাস্থ্যসেবা ঢাকার বাইরে প্রসারিত করতে হবে।

তপু
২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ১০:৫২ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status