ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

ক্যারিবিয়ানদের বিপক্ষেই বিশ্বকাপ নিশ্চিত করতে চান জ্যোতি

স্পোর্টস ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ২:২৪ অপরাহ্ন

mzamin

ওয়েস্ট ইন্ডিজে প্রথমবারের মতো সফরে গিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। খেলবে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। একদিনের সিরিজে জয় নিশ্চিত করতে পারলে টাইগ্রেসরা সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে যাবে। সেন্ট কিটসে আজ রাত ১২টায় মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির চোখ রয়েছে সরাসরি বিশ্বকাপের টিকিটেই।

ম্যাচের আগে এ প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘আমদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ সিরিজ। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য মহামূল্যবান পয়েন্ট প্রয়োজন আমাদের। মেয়েদের প্রবল মনোযোগ রয়েছে। আমরা ওয়ানডে সিরিজের জন্য মুখিয়ে রয়েছি। তিনি আরও বলেন, দলের জন্য কিছু পয়েন্ট আদায় করে নেয়া ও বিশ্বকাপের পথে এগিয়ে যাবার জন্য এটি খুব বড় একটি সুযোগ। কেউই বাছাইপর্ব খেলতে চায় না। কারণ তা খুবই ক্লান্তিকর। আমরা এই সুযোগ লুফে নিতে চাই। আমাদের দলটি খুব ভালো।’ ২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়া ওয়েস্ট ইন্ডিজে খেলার অভিজ্ঞতা নেই টাইগ্রেসদের। কিন্তু ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের আগে অনুশীলনে ভালোই ঘাম ঝরিয়েছেন বলে জানান জ্যোতি। তিনি বলেন, ‘এখানে আমাদের প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। আমরা বেশ আগে এখানে এসেছি। দুই দিন অনুশীলন করেছি। মেয়েরা ভালো করছে।’

স্বাগতিকদের বিপক্ষে এখন পর্যন্ত মাত্র একটি ওয়ানডে খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০২২ বিশ্বকাপে নিউজিল্যান্ডে সেই ম্যাচে মাত্র ৪ রানে হেরে যায় নিগার সুলতানারা। তবে এবার তাদের বিপক্ষে বিশেষ ছক রয়েছে বলে জানান জ্যোতি। তিনি বলেন, ‘কিছু পরিকল্পনা তো অবশ্যই আছে। ম্যাচের দিন আমাদের সেটি প্রয়োগ করতে হবে। প্রতিটি ক্রিকেটারের জন্য আমাদের আলাদা রকমের পরিকল্পনা আছে। তবে সেসব আমরা এখনই জানাতে পারবো না। আমাদের বোলিং আক্রমণ ভালো, টপ অর্ডারেও ভালো খেলোয়াড় রয়েছে।’

আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের চলতি চক্রের শেষ সিরিজ এটি। বাকি দলগুলো ২৪টি করে ম্যাচ খেলে ফেলছে। স্বাগতিক ভারতসহ পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। বাকি দুই দলকে সেই ভারতেই বাছাইপর্ব শেষ করে কাটতে হবে টুর্নামেন্টের টিকিট। ১০ দলের মধ্যে ১৯ পয়েন্ট নিয়ে তালিকার সাতে অবস্থান বাংলাদেশের। ছয়ে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ২১ ও এক পয়েন্ট বেশি নিয়ে পাঁচে শ্রীলঙ্কা। ক্যারিবিয়ানদের বিপক্ষে দুটি ম্যাচ জিতলে নিশ্চিতভাবেই সরাসরি বিশ্বকাপে খেলবে টাইগ্রেসরা। সুযোগ থাকবে একটি ম্যাচ জিতলেও।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status