খেলা
যোগ করা সময়ের জোড়া গোলে লিভাপুলের জয়
স্পোর্টস ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ১:১১ অপরাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লীগে টানা তৃতীয় ম্যাচে পয়েন্ট হারাবার দশা হয়েছিল লিভারপুলের। তবে শনিবার এ যাত্রায় জায়ান্টদের বাঁচায় দারউইন নুনিয়েজ। যোগ করা সময়ে তার জোড়া গোলে ২-০ ব্যবধানে ব্রেন্টফোর্ডকে হারায় অলরেডরা। জিটেক কমিউনিটি স্টেডিয়ামে এদিন স্বাগতিকদের গোল অভিমুখে ৩৭টি শট নেয় লিভারপুল। যার মধ্যে লক্ষ্যে রাখতে পারে ৮টি। বিপরীতে ব্রেন্টফোর্ডের ১১টির মধ্যে ৬টি শট ছিল লক্ষ্যে। বল পায়েও ৬২ শতাংশ এগিয়ে ছিল সফরকারীরা। নির্ধারিত সময়ের খেলায় একের পর এক আক্রমণে স্বাগতিদের রক্ষণভাগ বিচূর্ণ করে ফেলে আর্নে স্লটের শিষ্যরা। ঘরের মাঠে পাল্টা আক্রমণে চালায় ব্রেন্টফোর্ডও । শুধু কাঙ্ক্ষিত গোলের দেখাটাই পাচ্ছিল না কোনো দল। ম্যাচের ৬৫তম মিনিটে বদলি খেলোয়াড় হিসাবে মাঠে নামেন উরুগুইয়ান ফরোয়ার্ড নুনিয়েজ। তবুও নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকে ম্যাচ। যোগ করা চার মিনিটে প্রত্যাশিত গোল পেয়ে যায় সফরকারীরা। প্রথম মিনিটেই আলেক্সান্ডার আর্নল্ডের পাস থেকে ট্যাপ ইনে দলকে এগিয়ে নেন নুনিয়েজ। দুই মিনিট পরই বক্সের মাঝামাঝি থেকে দুর্দান্ত শটে আবারও গোল করেন এই ফরোয়ার্ড। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে টিভি ক্যামেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যায় নুনিয়েজকে, যা কিনা পুরো অলরেড দলের প্রতিচ্ছবি। ২-০ গোলের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরও মজবুত করলো লিভারপুল। ২১ ম্যাচ খেলে ১৫ জয় ও ৫ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে সবার ওপরেই রইলো আর্নে স্লটের শিষ্যরা। লীগের চলতি মৌসুমে মাত্র একবার হেরেছে জায়ান্টরা।