ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

মানুষ ইসলামের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ দেখতে চায়: মামুনুল হক

পটুয়াখালী প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার
mzamin

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ৯০ ভাগ মুসলমানের এই বাংলাদেশের সংবিধানে কোনো একটি ধারা সংযুক্ত করুন যেই ধারার মাধ্যমে আমার দেশে  কোরআন-সুন্নাহবিরোধী ইসলামবিরোধী কোনো আইন-নীতিমালা, নীতিমালা কার্যকর হওয়ার পথ রুদ্ধ হয়ে যাবে। যেকোনো কোরআন-সুন্নাহবিরোধী আইন হোক, যে কোনো নীতিমালা বিধিমালা হোক, সেটা বাংলাদেশে অকার্যকর হবে, এমন একটি ধারা সংবিধানে যুক্ত করার জোর দাবি করছি। আগস্ট বিপ্লবের পরে আমরা স্বপ্ন দেখছি, বাংলাদেশের মানুষ সব রং দেখা শেষ, সোনার বাংলাদেশ দেখেছে, তারপরে প্রথম বাংলাদেশ দেখেছে, সবুজ বাংলাদেশ দেখেছে, ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ, এবার বাংলার মানুষ দেখতে চায় ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। বুধবার রাতে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে পটুয়াখালী জেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আধিপত্যবাদের ফ্যাসিস্ট শেখ হাসিনার জুলুম, নির্যাতন, অত্যাচার, হত্যা, খুন, গুমের কঠিন সমালোচনা করে বলেন, আগস্ট বিপ্লবে ছাত্র-জনতা-আলেম-ওলামাদের ঐক্য রক্ষা করতে হবে। বিএনপি-জামায়াতের বাকবিতণ্ডায় ঐক্য বিনষ্ট হয়ে বৈষম্যমুক্ত, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি হলে জামায়াত-বিএনপিকে দেশের মানুষ মেনে নিবে না। বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দকে সোচ্চার ও সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। জেলা শাখার সভাপতি মাওলানা আব্বাস আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি আনোয়ার হোসেনের উপস্থাপনায় গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম, জেলা জামায়াত সভাপতি এড. নাজমুল আহসান, জেলা ইমাম পরিষদের সভাপতি মাও. আবু সাঈদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাদের, বরিশাল যুব মজলিসের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ইসলামী আন্দোলন জেলা কমিটির সভাপতি হাফেজ মুফতি হাবিবুর রহমান, হাফেজ মাও. আ. মতিন, হাফেজ মাও. মুফতি আনওয়ার হোসাইনসহ প্রমুখ। আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস পটুয়াখালী জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status