বাংলারজমিন
বাউফলে অজ্ঞাত দুই লাশ উদ্ধার
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবারপটুয়াখালীর বাউফলে দুইদিনে খাল থেকে ভাসমান অবস্থায় দুই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী খাল থেকে ওই লাশ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল করার সময় পকেটে একটি কাগজ পাওয়া গেছে। তাতে লেখা আছে আবদুল্লাহ, সিরাজগঞ্জ। সেই সূত্র ধরে লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার সকালে উপজেলায় মঠবাড়িয়া এলাকায় তেঁতুলিয়া নদী থেকে আরও এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে কালাইয়া নৌ-পুলিশ। পরে ওই লাশের পকেটে থাকা পরিচয়পত্র থেকে তার পরিচয় শনাক্ত করেন নৌ পুলিশ। কালাইয়া বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, জাতীয় পরিচয়পত্রে তার নাম ছিল শ্যামল চন্দ্র দে (৫৫)। সে বরিশালের কাউনিয়া এলাকার জীবন চন্দ্র দে’র ছেলে। পরে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।