ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

সাগরিকায় ফিরছেন সৈকত

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবারmzamin

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ফিরছেন আইসিসি’র এলিট প্যানেলের বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে শেষ দুই ম্যাচে আম্পায়ারিং করায় বিপিএলের শুরুতে ছিলেন না তিনি। তবে চট্টগ্রাম পর্বের ৬ দিনই মাঠে থাকবেন তিনি। 
বাংলাদেশ থেকে আইসিসির এলিট প্যানেলে একমাত্র প্রতিনিধি সৈকত। বিশ্বের নানাপ্রান্তে এখন ডাক পড়ে সৈকতের। বাংলাদেশের সেরা আম্পায়ারকে বিপিএলে পাওয়ায় খুশি। বিসিবির আম্পায়ারিং কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তবে সৈকত এবারের বিপিএলে শুধু চট্টগ্রাম পর্বেই থাকবেন। এমন কী ফাইনালেও তাকে পাচ্ছে না বিসিবি। এ নিয়ে হতাশা থাকলেও বাস্তবতাও জানেন এই বিসিবি পরিচালক।
তিনি বলেন, ‘আইসিসির অ্যাপপয়েন্ট থাকায় সৈকতকে আমরা পাবো না বিপিএলের চট্টগ্রাম পর্বের পর। খানিকটা হতাশাজনক। তবে যেহেতু সে আইসিসির গুরুত্বপূর্ণ আম্পায়ার, তাই এটা মেনে নিতে হবে।’
অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে গতকাল সাগরিকাতেও আসেন সৈকত। গতকাল সহকর্মী আম্পায়ারদের সঙ্গে মাঠে এসে সবকিছু খুতিয়ে দেখেন তিনি। এ সময় বাকিদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে আড্ডাও মারতে দেখা যায় তাকে। সৈকতকে পেয়ে বাকিরাও ছিলেন উৎফুল্ল।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status