ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

কমিটি বাতিলের দাবিতে সরাইল বিএনপি’র একাংশের মিছিল

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবারmzamin

গত ৩-৪ দিন ধরে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপি। সদ্য প্রকাশিত উপজেলা বিএনপি’র কমিটিকে বিতর্কিত বলছেন একাংশের নেতা-কর্মীরা। সাবেক কমিটির সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, ছাত্র বিষয়ক সম্পাদকসহ পদবঞ্চিত অর্ধশতাধিক গুরুত্বপূর্ণ পদধারী সাবেক নেতারা ক্ষোভে রাজপথে নেমেছেন। বিতর্কিত ওই কমিটি বাতিলের দাবিতে আনোয়ার হোসেনের নেতৃত্বে গতকাল দুপুরে উপজেলা সদরে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা করেছেন তারা। তারা বাণিজ্যসহ নানা অভিযোগ তুলেছেন বর্তমান কমিটির সভাপতি আনিছ ঠাকুর ও সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপুর বিরুদ্ধে। ভুয়া ও পকেট কমিটিকে দ্রুত বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা। দাবি না মানা পর্যন্ত রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আগামী ১৮ই জানুয়ারি ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড়ে অবস্থান করে ভুয়া ভোটারদের প্রতিহত করার ঘোষণাও দিয়েছেন। দলীয় ও স্থানীয় একাধিক সূত্র জানায়, কমিটি গঠনকে কেন্দ্র করে সরাইল বিএনপি’র দ্বন্দ্ব দীর্ঘদিনের। চূড়ান্ত অনুমোদনের পরও যখন কমিটির ৯৯ সদস্যের নাম প্রকাশিত হচ্ছিল না। তখনই সাবেক সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপি’র একাংশের নেতা-কর্মীরা ক্ষুদ্ধ হয়ে ওঠেন। তাই এই কমিটি বাতিলের দাবিতে আনোয়ার হোসেনের নেতৃত্বে গতকাল দুপুরে কয়েকশ’ নেতা-কর্মী সরাইল সদরে ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে হাসপাতালের মোড় ও সকাল বাজার এলাকা ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়। 
পরে সেখানে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- বিএনপি’র ২৭ বছরের সাবেক সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি মো. জহির উদ্দিন আহমেদ, বিএনপি নেতা সরাইল কলেজ শাখা ছাত্রদলের সাবেক ভিপি মো. উসমান খান, মো. আফজাল হোসেন, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক-২ নাজমুল আলম খন্দকার মুন্না ও ছাত্রদলের সাবেক সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ। বক্তারা বলেন, জেলার সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ায় চূড়ান্ত অনুমোদনের ৪ মাস পর গত ৪-৫ দিন আগে প্রকাশিত হয় সরাইল বিএনপি’র ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। কমিটিতে স্থান হয়নি সাবেক সম্পাদক আনোয়ার হোসেন সহ দলটির লড়াই সংগ্রামের অগ্রভাগে থেকে জেল-জুলুম ও নির্যাতন ভোগ করা নেতাদের। সভাপতি সম্পাদক টাকার বিনিময়ে যুবলীগ ও আওয়ামী লীগের দোসরদের পরামর্শে এই কমিটি করেছেন। দলের দুর্দিনে নির্যাতিত নিপীড়িতরা এখন হয়েছেন বঞ্চিত। সরকারবিরোধী মিটিং-মিছিলে যারা আসেনি। আন্দোলনের কথা বললেই বলতো আমার ক্যান্সার। তাবলীগে চলে যাবো। এই সব সুবিধাবাদী লোক এখন কমিটিতে। আমরা এই কমিটি মানি না। মানবোও না। আমাদের দফা এক। দাবিও এক। ব্যবসায়ী বাটপার আনিছ ঠাকুর ও তপুকে এই কমিটি বাতিল করতে হবে। যতদিন পর্যন্ত এই দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত রাজপথে আমাদের সংগ্রাম চলবে। আনোয়ার হোসেন বলেন, ত্যাগীদের বাদ দিয়ে তালিকাভুক্ত ডাকাত আর চোরের কমিটি মানি না। কর্মসূচি থাকলে সভাপতি তাবলীগে আর সম্পাদকের গুরুত্বপূর্ণ মামলা থাকতো। তিনি টাকার কুমির হয়েছেন। উনারা সাজানো মামলায় ২৫০-৩০০ লোককে আসামি করেন। আবার লাখ লাখ টাকায় এফিডেভিটের মাধ্যমে বাতিল করেন। মোটা বাণিজ্যে কমিটি করেছেন। ১৫ বছরে সম্পাদক তপু সাহেব মাত্র ১টি মামলার আসামি (চার্জশিটে যুক্ত)। আর আমি সম্পাদক ১৭টি মামলার আসামি। বিএনপি করার অপরাধে বেতন বন্ধ। জেলে কাটিয়েছি দীর্ঘদিন। তবুও সরাইল ছাড়িনি। ছাড়বোও না। আপনারা যে কাজ করেছেনে। বেডা হইলে এখন সরাইল আসেন। বিএনপি’র নেতা-কর্মীরা মনগড়া কমিটির মজা বুঝাইয়া দিবে। বাঁচতে চাইলে এই কমিটি দ্রুত বাতিল করুন। ওদিকে একই দাবিতে গত মঙ্গলবার রাতেও উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে। এ বিষয়ে বিএনপি’র সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু বলেন, অভিযোগ সঠিক নয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে গঠিত হয়েছে কমিটি। ভোটে উনারা অংশগ্রহণ করেননি। ত্যাগীদেরই মূল্যায়ন করা হয়েছে। বিএনপি বড় দল সবাইকে তো কমিটিতে রাখা যাবে না। তাই তারা ক্ষুদ্ধ হবেনই। ২০২১ সালেও এমন ক্ষুদ্ধ হয়েছিলেন কিছু লোক। পরে সকলে মিলেমিশেই কাজ করেছি। ২৮শে অক্টোবর-২০২৩ থেকে ৫ই আগস্ট-২০২৪ পর্যন্ত কোনো আন্দোলনে আনোয়ার হোসেনসহ অনেককে দেখা যায়নি। যদি একটি ছবি দেখাতে পারেন ভুল সংশোধন করবো। বিচারও দেবো। সাবেক কমিটির সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও আনোয়ার হোসেন কমিটিতে নেই কেন? এই প্রশ্নের উত্তরে তপু বলেন, উনি সভাপতি হওয়ার শর্ত জুড়ে দিয়েছেন। নতুবা তিনি থাকবেন না। বিএনপি গণতান্ত্রিক দল। এখানে সভাপতি করা বা শর্ত পূরণ করে তো পদ দেয়া যায় না।
প্রসঙ্গত: গত ২০২২ সালের ২৩শে এপ্রিল কালিকচ্ছের দ্বি-বার্ষিক সম্মেলনে আনিছুল ইসলামকে সভাপতি, এড. নুরুজ্জামান লস্কর তপুকে সাধারণ সম্পাদক ও ডিএম দুলালকে সাংগঠনিক সম্পাদক করে সরাইল উপজেলা বিএনপি’র ৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। এর প্রায় আড়াই বছরেরও অধিক সময় পর গত ২০২৪ সালের ২৩শে সেপ্টেম্বর জেলার আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত ১০১ সদস্যের সরাইল বিএনপি’র কমিটির অনুমোদন দেন। এরমধ্যে সভাপতি আনিছ ঠাকুর ও সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপুর নাম প্রকাশ করা হলেও বাকি ৯৯ জনের নাম প্রকাশ করা হয়নি। এতে করে অপজিট গ্রুপসহ গোটা বিএনপিতেই একটা সমালোচনা ছিল। গত ২-৩ দিন আগে ১০১ সদস্যের কমিটি প্রকাশ হওয়ার পর চরমভাবে ক্ষিপ্ত হয় আনোয়ার হোসেন তার অনুসারী এমনকি খোদ বর্তমান কমিটির অনেক সদস্যও।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status