বাংলারজমিন
কুমিল্লায় শিশু নাবিলা ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ফাঁসি
সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার২০১৮ সালে কুমিল্লার সদর দক্ষিণের কৃষ্ণনগরে চার বছরের শিশু নাবিলাকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামী মেহরাজ হোসেন তুষারকে মৃত্যদণ্ড দিয়েছে আদালত। বুধবার তিনটা পঁয়তাল্লিশ মিনিটে কুমিল্লা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ নাজমুল হক শ্যামল এই রায় প্রদান করেন। নাবিলার আইনজীবী এডভোকেট মোতালেব হোসেন জানান , ২০১৮ সালের ১৭ ডিসেম্বর সকাল ১০টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণনগর গ্রামের আবুল কালামের মেয়ে নাবিলা আক্তারকে (৪) একই এলাকার ডা. আলী আশ্রাফের ছেলে মেহেরাজ হোসেন তুষার (২০) ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় নাবিলা চিৎকার শুরু করলে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ গুম করা হয়। পরদিন স্থানীয়রা লাশ উদ্ধার করেন। আদালতের জবানবন্দিতে সে বলে মোবাইলে অশ্লীল ভিডিও দেখে নাবিলাকে ধর্ষণের চেষ্টা ও হত্যার পর ঠাণ্ডা মাথায় লাশ গুমের কথা স্বীকার করে। জানা যায় কুমিল্লায় শিশু নাবিলাকে ধর্ষণ ও হত্যার পরদিন তার জানাজায় অংশ নিয়েছিল ঘাতক মেহেরাজ হোসেন তুষার। লাশ উদ্ধারের সময়ও সে ঘটনাস্থলে অবস্থান করেছিলো।