খেলা
তানজিদের বিপিএলের পারফর্মেন্সটা চ্যাম্পিয়নস ট্রফিতেও দেখতে চান লিটন
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ১৩ জানুয়ারি ২০২৫, সোমবার, ১২:২৩ অপরাহ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ১৮তম ম্যাচটা দুই ঢাকা ক্যাপিটালসের জন্য ছিল বিশেষ কিছু। দুর্বার রাজশাহীর বিপক্ষে দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন কুমার দাস গড়েছেন রেকর্ড। টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরির দিনে ৫৫ বলে ১২৫ রান করে অপরাজিত থাকেন তিনি। ৬৪ বলে ১০৮ রান করে তানজিদ ফেরেন ইনিংসের শেষ ওভারে। ২৪১ রানের বিধ্বংসী এই জুটিতে বেশ কিছু রেকর্ড গড়েন দুই ঢাকা ব্যাটার। রোববার ম্যাচের অনেক আগেই বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়ার খবর পান লিটন। নিজে দর্শক হিসাবে থাকলেও টুর্নামেন্টে তানজিদের থেকে এমন অসাধারণ ইনিংস দেখতে চান এই টাইগার ক্রিকেটার।
দল থেকে বাদ পড়ার দিনে তানজিদের থেকে তুলনামূলক বেশি বড় ইনিংস খেলেন লিটন। তাই আলোচনার বেশিরভাগটা তাকে ঘিরেই। তবে নিজের সেঞ্চুরির কৃতিত্বটা তানজিদের সঙ্গে ভাগ করে নেন ডানহাতি এই ব্যাটার। ম্যাচের পর লিটন বলেন, ‘যখন কেউ সেঞ্চুরি করে কিংবা বড় ইনিংস খেলে, তার সঙ্গে তার জুটির সঙ্গীর ভূমিকা গুরুত্বপূর্ণ। দেখবেন কিছু ওভারে আমি আক্রমণাত্মক খেলেছি, কিছু ওভারে ও খেলেছে। যার কারণে মাঝের ওভারে বাড়তি চাপ আসেনি। আমি মনে করি আমরা দুজনই ভালো ব্যাটিং করেছি। দুজনই দাপুটে ইনিংস খেলেছি।’ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ওপেনিংটা করেছেন এই দুইজনই। তবে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে তানজিদ দলে থাকলেও লিটনকে থাকতে হবে দর্শক হিসাবে। দলের বাইরে থাকলেও বাংলাদেশকে শুভকামনা জানিয়েছেন তিনি। পাশাপাশি বিপিএলের বিধ্বংসী পারফর্মেন্সটা তানজিদের থেকে দেখতে চান আসন্ন টুন্নামেন্টেও। লিটন বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পাওয়ায় তামিমকে (তানজিদ) অভিনন্দন। এই পারফর্মেন্সটা যেন ওখানেও দেখাতে পারে এমনটাই প্রত্যাশা থাকবে। শুধু তামিমই না, বাংলাদেশ যেন চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো ফল করে এমনটাই চাওয়া থাকবে।’