ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

হাসিনার সহযোগী সকল সংগঠনকে নিষিদ্ধ করতে হবে: ইসহাক খন্দকার

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
১২ জানুয়ারি ২০২৫, রবিবার

 খুনি হাসিনার সহযোগী সকল সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের কথা ভুলে গেলে আমাদের চলবে না। দলীয় নেতাকর্মীরা কেউ বাড়িতে ঘুমাতে পারেনি। তাদের বৃদ্ধ মা বাবা, স্ত্রী ও সন্তানদের চোখের পানি এখনো শুকায়নি। দীর্ঘ ১৭ বছর পর খুনি হাসিনার ক্ষমতার অবসান ঘটিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। যাদের রক্তের বিনিময়ে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে, সেসকল শহীদের রক্তের কথা মনে রাখতে হবে। তাদের আত্মত্যাগের কথা স্মরণ রাখতে হবে। বর্তমান যে সময়টি আমরা পার করছি, সেটি অত্যন্ত কঠিন পরীক্ষার সময়। এই পরীক্ষা আল্লাহ্র পক্ষ থেকে এসেছে। আল্লাহ্ দেখছেন আমরা কতটুকু ধৈর্য ধারণ করেছি, প্রয়োজনে আমরা আরও ধৈর্য ধারণ করবো। কিন্তু আমাদের বিবেক কারও কাছে বিক্রি করে দেবো না। আমরা অন্যায়ের সঙ্গে কোনো আপস করবো না। কোনো অনুপ্রবেশকারীকে দলে ঢুকতে দেবো না। সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। গতকাল শনিবার জামায়াতের বিশাল সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইসহাক খন্দকার এ কথা বলেন। নোয়াখালী বেগমগঞ্জের ১৬ নম্বর কাদিরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শনিবার বিকালে জামায়াতের এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইসহাক খন্দকার, বাংলাদেশ ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তর সভাপতি দাউদ ইসলাম, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল মতিন বিএসসি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেগমগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নূর উল্ল্যাহ, জামায়াতে ইসলামী ওলামা বিভাগ কাদিরপুর ইউনিয়ন সভাপতি মাওলানা ওজায়ের হোসাইন, সেক্রেটারি হাফেজ রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কাদিরপুর ইউনিয়ন সভাপতি ডা. দিদারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬ নম্বর কাদিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শামছুদ্দীন, অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি ওসমান গণি, আরও উপস্থিত ছিলেন- কাদিরপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. মুহিব্বুর রহমান (বাবু) ও সেক্রেটারি ফখরুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status