বাংলারজমিন
কুষ্টিয়ায় ডাম্প ট্রাকের চাপায় শ্রমিকের মৃত্যু, আহত ৩
কুষ্টিয়া প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, রবিবারকুষ্টিয়ায় বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাকের চাপায় রাজু আহাম্মেদ (২০) নামের এক নলকূপ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শনিবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু কুমারখালীর উপজেলার কয়া ইউনিয়নের কামারতলা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, একটি ভ্যানযোগে চারজন নলকূপ শ্রমিক কুমারখালীর কয়া থেকে কাজের জন্য কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পরে ভ্যানটি লাহিনীপাড়া পৌঁছালে বিপরীত দিক থেকে আশা দ্রুতগামী একটি বালুবাহী ডাম্প ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলে জানান তিনি।