বাংলারজমিন
মেঘনায় দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৪
মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, রবিবারমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ছয় জন আহত হয়েছে।
গতকাল শনিবার দুপুর আড়াইটায় নাইম (২৮) নামে একজনের লাশ উদ্ধার করে কোস্ট গার্ড। সে গজারিয়ার নয়াকান্দি গ্রামের মোহন ভাণ্ডারির ছেলে। এর আগে ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গেই গুয়াগাছিয়া ইউনিয়নের মামুন ব্যাপারির ছেলে অদুদ বেপারী (৩৫), সদরের চরঝাপটা এলাকার বাচ্চু সরকারের ছেলে মো. বাবুল সরকার (৩৮) নামে দু’জনের লাশ উদ্ধার করা হয়। সদরের জাজিরা এলাকার আবুল গাজীর ছেলে মাহমুদ গাজী নামে অন্য একজনের মৃতদেহ রাত ১টায় স্থানীয় জনগণ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করছে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ।
স্থানীয়রা জানান, নিহতরা সবাই রাতে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিল। নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন রাতে গুয়াগাছিয়া ইউনিয়নের চিহ্নিত ডাকাত নয়ন ও পিয়াসরা তাদের এলাকার মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু লুট করে যাচ্ছে। বালু উত্তোলনের সময় তারা নিজস্ব কয়েকটি স্পট দিয়ে মেঘনা নদীর বিভিন্ন অংশে মহড়া দেয়। ধারণা করা হচ্ছে- দু’টি স্পিডবোট বালুমহালের অবৈধ বালু উত্তোলনে মহড়ার কাজ করছিল। রাতে অন্ধকার এবং কুয়াশার কারণে হয়তো একটি স্পিডবোট অন্যদিকে দেখতে পাওয়ার কারণে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। স্থানীয় লোকজন ও জেলেরা সংঘর্ষের শব্দ পেয়ে ঘটনাস্থলে যায়। সেখান থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।