বাংলারজমিন
মেঘনায় দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩
বাংলারজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো কয়েকজন। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন গজারিয়ার নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মাহাবুব আলম। এর আগে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হলেও এখন দুই স্পিডবোটের সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।
গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.মাহাবুব আলম বলেন, রাতে কুয়াশার কারণে দুটি স্পিডবোট চলাচলের সময় একটি আরেকটিকে দেখতে পায়নি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনজন মারা গেছে।