বাংলারজমিন
পুঠিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৫
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, শনিবাররাজশাহীর পুঠিয়ায় মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনের নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) সাইয়ুম পারভেজ, উপ-পরিদর্শক আমিরুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক সেলিম রেজা, সহকারী উপ-পরিদর্শক রবিউল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক এমএম ইমতিয়াজ ও সহকারী উপ-পরিদর্শক জাকির হোসেন সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার দিনগত রাতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। শুক্রবার বিজ্ঞ আদালতে আসামিদের সোপর্দ করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি কান্দ্রা এলাকার মৃত. ইউনুস মোল্লার ছেলে আসাদুল ইসলাম, ওয়ারেন্টভুক্ত আসামি রঘুরামপুর এলাকার ইয়ামিন আলীর ছেলে আলাল, একই এলাকার মৃত. সোহান আলীর ছেলে আবেদ আলী, দীঘলকান্দি এলাকার মৃত লোকমান আলীর ছেলে কাউসার ও পুঠিয়া থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত আসামি উপজেলা ধোপাপাড়া এলাকার মৃত. আব্দুল রশিদের ছেলে মিলন আলী। বিষয়টি নিশ্চিত করে ওসি কবির হোসেন জানান, পুঠিয়া থানায় প্রাপ্ত ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে বিজ্ঞ আদালতে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত উপরোল্লিখিত আসামিদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।