বাংলারজমিন
নানা সমস্যায় জর্জরিত মেহেন্দীগঞ্জ হাসপাতাল
মেহেন্দীগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, শনিবারডাক্তার সংকটসহ নানা সমস্যায় জর্জরিত বরিশালের মেহেন্দীগঞ্জের ৫০ শয্যার হাসপাতালটি। ২১ জন ডাক্তারের পরিবর্তে ৪ জন ডাক্তার দিয়ে চলছে সাড়ে ৪ লক্ষাধিক মানুষের চিকিৎসা। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। এ ছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ নানান অভিযোগ করছেন হাসপাতালটিতে ভর্তি হওয়া রোগীরা। সরজমিন দেখা গেছে, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৩০০-৩৫০ জন রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। মাত্র ৩-৪ জন চিকিৎসক এতো রোগীকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খান। বাধ্য হয়ে ভিজিট দিয়ে রোগীদের বাইরের চেম্বারে চিকিৎসা সেবা নিতে হয়। ফলে দরিদ্র অসহায় রোগীদের ভোগান্তির শেষ নেই। একইভাবে ভর্তি হওয়া রোগীর চাপও থাকছে অনেক বেশি। শয্যার চেয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেশি। ৩০ শয্যাবিশিষ্ট পুরাতন ভবনটিতে চিকিৎসকরা ঝুঁকিতে রোগীদের সেবা দিচ্ছেন। জানা গেছে, হাসপাতালে সরকারিভাবে এক্স-রে মেশিন ও আল্ট্রাসনো মেশিনটি দীর্ঘদিন অকার্যকর হয়ে পড়ে আছে। ডেঙ্গু রোগ নির্ণয়ের কিট নেই হাসপাতালে। ঠাণ্ডাজনিত নিউমোনিয়া কাটরি রোগীর সংখ্যা বর্তমানে অনেক বেশি। কিন্তু মেন্টিলুকাস্ট গ্রুপের গ্রুপ কোনো ওষুধ পাওয়া যাচ্ছে না হসপাতালে। টাইফয়েড, হেপাটাইটিস বি-সি, প্রেগনেন্সি, কিডনি, জন্ডিস, ডায়াবেটিকসহ অসংখ্য পরীক্ষা-নিরীক্ষা কমমূল্যে করার সুযোগ রয়েছে। রোগীদের অভিযোগ, কতিপয় চিকিৎসক তাদের নিজেদের পছন্দের ক্লিনিকে পরীক্ষার জন্য পাঠান। আরএমও ডাক্তার অসীম সিকদার জানান, মাঝে-মধ্যে তার চেম্বারে উপর থেকে ছাদের প্লাস্টার ভেঙে পড়ছে। অল্পসংখ্যক চিকিৎসক বহির্বিভাগে চিকিৎসা সেবা সামাল দিচ্ছেন। এতে একজন রোগীকে সর্বোচ্চ ৫ মিনিট সময় দেয়া সম্ভব নয়। চিকিৎসক সংকটে জরুরি বিভাগ সামাল দিতে হিমশিম খেতে হয়।