বাংলারজমিন
নাইক্ষ্যংছড়িতে অস্ত্র বিক্রির সময় যুবক আটক
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, শনিবারবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন থেকে অস্ত্র বিক্রির সময় ইস্কান্দার (১৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার থেকে দু’টি একনলা দেশীয় বন্দুক জব্দ করা হয়। গতকাল সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক। ইস্কান্দর রামু গর্জনিয়া ইউনিয়নের তোয়াইঙ্গাকাটা গ্রামের নুরুল বশারের ছেলে। জানা যায়, এসআই আবু সায়েমের নেতৃত্বে পুলিশের বিশেষ একটি টিম বৃহস্পতিবার দিবাগত রাতে বাইশারী ৮নং ওয়ার্ডের হরিণখাইয়া সাকিনস্থ রাবার ফ্যাক্টরির সামনে এলাকা থেকে অস্ত্র ক্রয়ের লেনদেনের খবরে ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করে ইসকান্দরকে আটক করা হয়। এ সময় তার থেকে দু’টি একনলা দেশীয় বন্দুক জব্দ করা হয়। ওসি মাসরুরুল হক জানান, আটককৃত অস্ত্র ব্যবসায়ী এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত আছে।