ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

ঘুমন্ত অবস্থায় এআই ব্যবহার করে ১০০০ চাকরিতে আবেদন

মানবজমিন ডিজিটাল

(৫ মাস আগে) ১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৫:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৫৬ অপরাহ্ন

mzamin

বিষয়বস্তু তৈরি এবং লেখার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার আগমনের পর থেকে, কার্যত প্রত্যেকেই যারা ইন্টারনেট ব্যবহার করে তারা কোন না কোন উপায়ে এর কার্যকারিতা প্রত্যক্ষ করেছে। এআই সরঞ্জামগুলি এখন সাধারণ হয়ে উঠেছে, যা লোকদের জীবনবৃত্তান্ত, কভার লেটার, সমঝোতা স্মারক এবং চাকরির আবেদনে সহায়তা করার জন্য বিভিন্ন নথি তৈরি করতে সহায়তা করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সব কাজ করে কিভাবে? একজন চাকরিপ্রার্থী যিনি ১০০০ টি পদের জন্য আবেদন করেছেন তাদের মধ্যে ৫০ টির জন্য ইন্টারভিউ দিয়েছেন – তাও আবার যখন তিনি  ঘুমাচ্ছিলেন। ওই ব্যক্তি  তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে  বলেছেন  এআই বট ব্যবহার করে তার কাজের সন্ধানে ব্যাপকভাবে সুবিধা হয়েছে। তিনি যখন বিছানায় আরামে শুয়েছিলেন তখন এই  শ্রমসাধ্য কাজ সম্পন্ন করেছে এআই বট। এআই-কে প্রার্থীর তথ্য বিশ্লেষণ করার জন্য প্রশিক্ষিত করা হয়েছিল, যার উপর ভিত্তি করে ওই ব্যক্তি  ঘুমানোর সাথে সাথে অ্যাপ্লিকেশনের মাধ্যমে নির্দিষ্ট নিয়োগকর্তার প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছে এটি। Reddit 'Get Employed' ফোরামে, ওই ব্যবহারকারী দাবি করেছেন যে তিনি একটি এআই বট তৈরি করেছেন যা "প্রার্থীর তথ্য বিশ্লেষণ করে, চাকরির বিবরণ পরীক্ষা করে, প্রতিটি কাজের জন্য অনন্য সিভি এবং কভার লেটার তৈরি করে। নিয়োগকারীরা যে প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছে  তার উত্তর দিতে সক্ষম হয়েছে। মাত্র এক মাসে, এই পদ্ধতিটি প্রয়োগ করে ৫০ টি ইন্টারভিউ সম্পন্ন করা গেছে। এআই বটটি রাতারাতি  প্রতিটি কাজের বিবরণের উপর ভিত্তি করে কাস্টমাইজড সিভি এবং কভার লেটার তৈরি করেছে। এই পদ্ধতিটি স্বয়ংক্রিয় স্ক্রীনিং সিস্টেমের মধ্য দিয়ে যাওয়ার ক্ষেত্রে অবিশ্বাস্যভাবে কার্যকর। তবে সেইসঙ্গে প্রশ্ন উঠছে প্রায় এআই যদি নিখুঁত চাকরির আবেদন তৈরী করতে পারে  বাস্তব প্রতিভা কীভাবে সামনে আসবে ?  

সূত্র : এনডিটিভি

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status