খেলা
সাব্বির ঝড়ও বৃথা, ঢাকার টানা পঞ্চম হার
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫৮ অপরাহ্ন
তারকা ব্যাটারে ঠাসা, কিন্তু কেউ রানে নেই। সাব্বির রহমান তো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একাদশেই সুযোগ পাননি প্রথম ৩ ম্যাচে। ফর্ম হারিয়ে আজ একাদশ থেকে বাদ পড়েন লিটন কুমার দাস। সাব্বির অবশ্য আজ খেললেন দুর্দান্ত ইনিংস। তাতে লড়াইয়ের পুঁজি পেলো ঢাকা ক্যাপিটালস। তবে শেষ পর্যন্ত আজও ম্যাচ শেষে তাদের সঙ্গী হার, এ নিয়ে টানা পঞ্চম।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে ঢাকাকে ৭ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম কিংস। আগে ব্যাটিং করে ১৭৭ রান করে ঢাকা। ৩৩ বলে ৯ ছক্কা ও ৪টি চারে ৮৩ রান করেন সাব্বির রহমান।
জবাবে উসমান খানের ৩৩ বলে ৫৫ রানে জয়ের পথেই ছিল চট্টগ্রাম। তবে তিনি আউট হতেই কিছুটা চাপে পড়ে যায় তারা। তবে ১৪ বলে ৩০ রানের ইনিংস খেলে সব শঙ্কা উড়িয়ে দেন শামীম।