ঢাকা, ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

‘পাঁচ আগস্টের পরও দেশে চাঁদাবাজি, ডাকাতি হচ্ছে’

নরসিংদী ও রায়পুরা প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৫, শুক্রবারmzamin

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, পাঁচ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হওয়ার পরও দেশে চাঁদাবাজরা রয়েছে। আগেও চাঁদাবাজি হতো এখনও চাঁদাবাজিসহ ডাকাতি সংখ্যা বেড়েছে। এখন শুধু চাঁদাবাজদের হাত পরিবর্তন হয়েছে। এমন স্বাধীনতার জন্য দেশে ছাত্ররা সড়কে রক্ত ঝড়ায়নি। খারাপ লোকের ভোট দিয়ে ভালো কিছু আশা করা বোকামি, তেমনি আমগাছ লাগিয়ে আপেল এর আশা করা সঠিক না।  বৃহস্পতিবার রায়পুরায় শ্রীরামপুর,আমীরগঞ্জ, বাঁশগাড়ীসহ ৩টি অনুষ্ঠানে নরসিংদীর রায়পুরায় ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীরগঞ্জ ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ফজলুল হক মোল্লার সভাপতিত্বে গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে ইসলামী আন্দোলন থেকে মনোনয়ন প্রত্যাশী কলরব নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা বদরুজ্জামান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহের উদ্দীন, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফ হোসেন ভূঁইয়া, জেলা সেক্রেটারি মূসা বিন কাসিম, জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক শিপন মোল্লা সহ আরও অনেকে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status