ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রজব ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

আহত জেমিমা গোল্ডস্মিথ হাসপাতালে

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৭ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৬:০৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৩৬ পূর্বাহ্ন

mzamin

হাইকিং করতে গিয়ে পড়ে যেয়ে আহত হয়েছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। তিনি পায়ে আঘাতপ্রাপ্ত হন। নববর্ষ উদযাপন করতে দক্ষিণ আফ্রিকায় যান তিনি। সেখানে লায়ন্স হেড পর্বতে হাইকিং করার সময় পড়ে আহত হন জেমিমা। এরপর তাকে কেপ টাউনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ তথ্য দিয়েছে  অনলাইন জিও নিউজ । এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রসাত্মক উপায়ে এ ঘটনা শেয়ার করেন জেমিমা নিজে। ইনস্টাগ্রামে এক মজার ক্যাপশন দিয়ে তিনি লেখেন, কেপ টাউনে উৎসবের ছুটি। ২০২৫ সালের উত্থান-পতন দুটিই আলিঙ্গন করছি। শুভ নববর্ষ সবাইকে। তিনি আরও জানান, পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে কেপ টাউনের লায়ন্স হেড পর্বতের চূড়ায় গিয়ে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন তিনি। এ সময় পা পিছলে গড়িয়ে পড়েন। এতেই আহত হন জেমিমা। এদিকে পোস্টে তার দ্রুত সুস্থতা প্রার্থনা করে মন্তব্য করেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। কেপ টাউনে ভ্রমণের সময় সেখানকার বেশ কয়েকটি মনোরম দৃশ্য নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। এরপর পরই একটি ভিডিও প্রকাশ করা হয় তার ইনস্টাগ্রাম আইডিতে। সেখানে দেখা যায় স্ট্রেচারে শুয়ে আছেন তিনি। সে অবস্থায় অবশ্য তাকে হাসিমুখে দেখা যায়। এরপর আরো কিছু ছবি পোস্ট করেন তিনি। সেখানে আঘাতপ্রাপ্ত পা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। লায়ন্স হেড পর্বত সাউথ আফ্রিকার টেবিল মাউন্টেন ও সিগন্যাল হিল এর মাঝে অবস্থিত। মনোরম দৃশ্যের কারণে পর্বতারোহী ও পাহাড় প্রেমীদের আকর্ষণের কেন্দ্রে থাকে এই পর্বত। সমুদ্র থেকে ৬৬৯ মিটার (২১৯৫ ফুট) উচ্চতায় অবস্থিত এ পর্বত। উল্লেখ্য, পাকিস্তানীদের কাছে যথেষ্ট সুনাম আছে জেমিমা গোল্ডস্মিথের। শুধু ইমরান খানের সমর্থকদের মধ্যে না, সাধারণ পাকিস্তানীদের মাঝেও জেমিমার যথেষ্ট শক্তিশালী প্রভাব রয়েছে। সেখানকার অন্যতম পছন্দের পাবলিক ফিগার তিনি। ১৯৯৫ সালের ১৬ই মে প্যারিসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইমরান খান ও জেমিমা। সুলাইমান ইসা খান ও কাসিম খান নামে দুটি পুত্র আছে এই দম্পতির। নয় বছর বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার পর ২০০৪ সালে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। জেমিমা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র পরিচালক ও সাংবাদিক। বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন তথ্যচিত্র, প্রবন্ধ নির্মাণে তিনি অবদান রেখেছেন।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status