বিশ্বজমিন
পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি পিপিপির
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ৫ জানুয়ারি ২০২৫, রবিবার, ৮:৪৭ অপরাহ্ন
কেন্দ্রে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) নেতৃত্বাধীন সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জোটে থাকা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। তাদের অভিযোগ, সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পিপিপিকে আমলে নিচ্ছে না সরকার। এর ফলে পিপিপি যদি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় তাহলে সরকার ভেঙে পড়বে। পিপিপির মুখপাত্র শাজি মাররি এ বিষয়ে রোববার বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অব্যাহতভাবে পিপিপিকে আস্থায় নিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এ বিষয়ের গুরুত্বের বিষয়ে সম্ভবত ওয়াকিবহাল নয় পিএমএলএন। তিনি আরও বলেন, পাকিস্তানের সমুদ্র বিষয়ক এবং সমুদ্র বন্দর বিষয়ক কর্তৃপক্ষের বিষয়ে পিপিপি এবং সিন্ধু সরকারকে অন্ধকারে রেখেছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নেতৃত্বাধীন সরকার। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তারা কাউন্সিল অব কমন ইন্টারেস্টেটের (সিসিআই) মিটিং ডাকার দাবি জানিয়ে আসছেন। তা সত্ত্বেও ১১ মাস ধরে সিআইসির কোনো মিটিং আহ্বান করা হচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন, অব্যাহতভাবে এবং প্রকাশ্যে সংবিধানকে লংঘন করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন জিও ি নিউজ। এতে আরও বলা হয়, পিএমএলএন নেতৃত্বাধীন সরকারকে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে পরামর্শ না করার কারণে এবারই প্রথম সতর্ক করলো পিপিপি এমন নয়। এর আগে ডিসেম্বরে পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, এককভাবে কোনো সিদ্ধান্ত নেয়ার এক্তিয়ার নেই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নেতৃত্বাধীন প্রশাসনের। এসময় তিনি আরও বলেন, আমরাই একমাত্র দল যারা গর্বের সাথে বলতে পারি আমরা ‘সিলেক্টেড’ না অথবা ফর্ম-৪৭ ব্যবহার করে যারা সুবিধা নিয়েছেন তাদের মতো না। নভেম্বরে বিলাওয়াল ভুট্টো সরকারের কার্যক্রমে অসন্তোষ প্রকাশের পর দুই দলের সমস্যা সমাধানে একটি কমিটি গঠন করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রধানমন্ত্রীর অফিসের (পিএমও) তথ্য অনুযায়ী, ওই কমিটি গঠিত হয়েছিল উপ- প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতীরক্ষামন্ত্রী খাজা আসিফ, আইনমন্ত্রী আজম নাজির দার, অর্থমন্ত্রী আহমাদ খান চিমা’র সমন্বয়ে।