শেষের পাতা
হাসিনার দেশে ফেরার সিদ্ধান্ত নেয়নি পরিবার: জয়
মানবজমিন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবারসজীব ওয়াজেদ জয় বলেছেন, তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেয়নি। তাকে অন্য কোথাও আশ্রয় নেয়ারও আহ্বান জানায়নি নয়াদিল্লি। পাশাপাশি ১২৬৫ কোটি ডলারের বিদ্যুৎকেন্দ্রের চুক্তির দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। জয় হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সরকারে থাকার সময় তার উপদেষ্টা। দুর্নীতির অভিযোগ সম্পর্কে তিনি বলেছেন, এই অভিযোগ পুরোপুরি মিথ্যা এবং অপপ্রচার। ওয়াশিংটন ডিসি থেকে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেছেন। রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন রোসাটম সমর্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগে সোমবার বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে। রয়টার্স বলছে, দুটি বিদ্যুৎকেন্দ্রের চুক্তি স্বাক্ষরিত হয় ২০১৫ সালে। এর প্রতিটির সক্ষমতা ১২০০ মেগাওয়াট। কমিশন অভিযোগ করেছে, প্রায় ৫০০ কোটি ডলারের অনিয়মের সঙ্গে জড়িত শেখ হাসিনা, তার ছেলে জয়, হাসিনার ভাগ্নি ও বৃটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। অভিযোগ আছে, তারা অফসোর অ্যাকাউন্ট ব্যবহার করে এসব অর্থ সরিয়ে নিয়েছেন। তবে বিশ্বের সবচেয়ে বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহকারী রোসাটম এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, রূপপুর পারমাণবিক প্রকল্পকে হেয় করার জন্য মিথ্যা তথ্য দেয়া হচ্ছে। এ বিষয়ে তারা নিজেদের স্বার্থ রক্ষা এবং আদালতে সুনাম রক্ষার জন্য প্রস্তুত বলে জানিয়েছে।
পাঠকের মতামত
Hasina, You are an evil chapter in Bangladesh.
A criminal’s land is not fixed by their birth; but, by their deeds!
বিশ্বব্যাংক বাংলাদেশের পদ্মাসেতুতে ঋনদেয়নি,বিশ্বব্যাংক বলেছিল হাসিনাসরকার দুর্নীতি করছে! তখন আমি একজন সহজসরল রাজনীতি সচেতন নাগরিক হিসেবে মনে করেছিলাম টাকাই দেয়নি দুর্নীতি হলো কিভাবে! এখন দেখছি দুর্নীতির মহারানী ছিল শেখ হাসিনা।ঋন না পেয়ে দেশের টাকায় পদ্মা সেতু তৈরি করে ৯/৬ করে ছেলেমেয়ে বোন ভাগ্নে ভাগ্নী সবার কাছে গচ্ছিত রেখে পরে সবটাকা কবরে নিয়ে যাবে।
আরো বাটপার জয়, তোর মা তোদের দেশেই (ভারত) আছে। বিদেশে (বাংলাদেশ) কেন যাবে?
স্বামীর বাড়ি কত দিন থাকবেন তিনি, মাঝে মধ্যে বাপের বাড়ি বেরাতে আসতে, তাহলেই তো বাপের বারির মানুষ তাকে একটু খাতির যত্ন করতো
সুনামধন্য কোম্পানি গুলির বিরুদ্ধে অপপ্রচার চালালে বিদেশি কোন কোম্পানি দেশে বিনিয়োগ করবে না।
বাটপার.......
হাসিনাকে দেশে ফেরার সিদ্ধান্ত নেয়নি কি কিন্তু কত দিন ভারতের বন্দী খাঁচায় থাকবে ?? বয়সের তাড়নায় সে সেখানে মানে ভারতীয় খাঁচায় মারা গেলে বাংলাদেশের জনগণ কি তাকে এদেশের মাটিতে সমাহিত করতে রাজি হবে ? তখন হয়তো হিন্দু পদ্ধতিতেই পুড়ে ফেলা হবে, তখন কি হবে ?