বাংলারজমিন
ব্রাহ্মণবাড়িয়ায় তিন গাড়ির সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৫
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
(১ মাস আগে) ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, মাইক্রোবাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার সকাল পৌনে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মারগুব তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, কুমিল্লাগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে বিপরীত দিক হতে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে সিলেটগামী একটি পিকআপ বেপরোয়া গতিতে ড্রাম ট্রাককে ধাক্কা দেয়। এতে তিনজন নিহত ও ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ড্রাম ট্রাক, পিকআপ এবং মাইক্রোবাসটি থানা হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।