ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

চট্টগ্রাম মাফিয়া চক্রের শহর, সুযোগ পেলেই দখল করে: চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১১ ডিসেম্বর ২০২৪, বুধবারmzamin

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম শহরে অনেক ধরনের মাফিয়া চক্র আছে। তারা যে যেভাবে পারে পুকুর, দীঘি ভরাট করে ফেলে, সরকারি জমি দখল করে ফেলে। আমি পরিবেশ অধিদপ্তরকেও বলেছি যেন এসব বিষয়ে সতর্ক থাকেন এবং মজবুত ভূমিকা রাখেন। এগুলোকে অবশ্যই সংরক্ষণ করতে হবে। শহরের পরিবেশের যেন ক্ষতি না হয় সেজন্য আমিও কাজ করছি জোরালোভাবে। গতকাল বেলা সাড়ে ১১টায় নগরের টাইগারপার্শ্বস্থ নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব বলেন। এর আগে আন্দোলনের মুখে গত শুক্রবার রাতে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ড. অনুপম সেন পদত্যাগ করেন। পরে রোববার অস্থায়ী নগর ভবনে প্রিমিয়ার ইউনিভার্সিটি চসিকের অধীনে পরিচালনার ঘোষণা দেন মেয়র শাহাদাত হোসেন। এ সময় মেয়র  বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ৭ বছর ধরে যা হয়েছে বা চলেছে সেগুলোর সঙ্গে যারা জড়িত আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর পরিবারের দখলে থাকা সিটি করপোরেশন প্রতিষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটি সম্পর্কে ডা. শাহাদাত বলেন, ১৯৯২ সালের আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় করতে ৫ কোটি টাকা জমা দিতে হয়। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় করতে ২০০৩ সালে ৪৭ কোটি টাকা দেয় সিটি করপোরেশন। গত ১৬ বছর সিটি করপোরেশন বিশ্ববিদ্যালয় পরিচালনা করে। পরে জোর খাটিয়ে পরিবারতান্ত্রিকতা করে এটা দখল করে নেয়া হয়েছে। কারও নাম বলতে চাই না, সবাই জানেন। প্রিমিয়ার ইউনিভার্সিটি সিটি করপোরেশনের নিজের টাকায় করা জানিয়ে ডা. শাহাদাত বলেন, এমন লোকজন দিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিচালনা করবো, যারা খুব দক্ষ। আর কোনো মাফিয়াচক্র যেন দখলে নিতে না পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দায়িত্ব দিতে চাই। মিনিস্ট্রি থেকে আদেশ আসলে ৬-৭ বছর যারা ছিলেন তাদের বিষয়ে ব্যবস্থা নেবো। চসিক মেয়র বলেন, কোনো কিছু জোর করে দখলের পক্ষে আমি নই। আমাদের আইন কর্মকর্তা আছেন, আমাদের লিগ্যাল টিম আছে। তারা এসব নিয়ে কাজ করছেন। তারা দেখভাল করছেন। সেটি মেয়র হজ কাফেলা হোক বা বিজয় টিভি। আইনি ভাবেই  আগাবো আমরা, সিটি করপোরেশনের কোনো সম্পত্তি যদি বেহাত থাকলে সেগুলো ফিরিয়ে আনতে যেকোনো পরিস্থিতিতে আমরা আইনিভাবে মোকাবিলা করবো। জোরপূর্বক দখল করতে চাই না। তিনি বলেন, শহরে বড় বড় ব্যবসায়ীরা সুযোগ পেলে ভরাট করে ফেলে। শহরের আসকার দীঘি ভরাট করে ফেলছে একটি চক্র। আল্লাহই জানে আমি বক্তব্য রাখতে রাখতে তারা আরও বেশি ভরাট করে ফেলছে কিনা আসকার দীঘিটি। আগ্রাবাদ দীঘিটিও ভরাট করার চেষ্টা করা হচ্ছে। আগ্রাবাদ জাম্বুরী পার্কটা আমরা আলাদা করবো। সেখানে কোনো কমিউনিটি হল রাখবো না। খেলার জায়গায়, হাঁটার জায়গায় কোনো হল নয়। মেয়র বলেন, আমরা যদি এগুলো সংরক্ষণ না করি, তাহলে ওরা (দখলদার) সুযোগ পাবে। আমি শহরের দীঘিগুলোতে ওয়াকওয়ে করে দেবো, যেন মানুষ হাঁটতে পারে। সময় কাটাতে পারে। অব্যবহৃত থাকলে সেটার দিকে নজর দেয়, এরপর ইট দিয়ে দখল করে, ২০ তলা, ৩০ তলা ভবন বানায়। এ সময় অন্যদের মধ্যে  সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মো. তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সচিব জাহিদুল করিম কচি উপস্থিত ছিলেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status