বাংলারজমিন
হবিগঞ্জে হত্যা-নির্যাতনের বিচার চেয়ে ছাত্রদলের মানববন্ধন
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
১১ ডিসেম্বর ২০২৪, বুধবারবিশ্ব মানবাধিকার দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মুখে গুমের শিকার সকল নেতাকর্মী ও আওয়ামী লীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে বৃন্দাবন সরকারি কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম রুহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবিদুর রহমান রাকিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান শাওন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহ টুটন ও পৌর ছাত্রদলের সদস্য সচিব ইলিয়াস আলী তালুকদারসহ বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যসহ বিভিন্ন ইউনিটের নেতৃৃবৃন্দ।