ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রজব ১৪৪৬ হিঃ

খেলা

স্ট্যান্ডার্ড চার্টার্ড করপোরেট ফুটবলে চ্যাম্পিয়ন ইউনাইটেড গ্রুপ যাচ্ছে লিভারপুল

স্পোর্টস রিপোর্টার

(১ মাস আগে) ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৫:৫৭ অপরাহ্ন

mzamin

দুর্দান্ত এক ফাইনালের মধ্যদিয়ে শেষ হলো দেশের শীর্ষস্থানীয় ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড আয়োজিত করপোরেট ফুটবল টুর্নামেন্ট ‘এসসি কাপ ২০২৪’। এতে চ্যাম্পিয়ন হয়েছে ইউনাইটেড গ্রুপ। চ্যাম্পিয়ন দল সুযোগ পাচ্ছে লিভারপুল ফুটবল ক্লাবের হোম গ্রাউন্ড অ্যানফিল্ডে স্বাগতিকদের ম্যাচ দেখার। 
১২টি করপোরেট দল অংশ নেয় এবারের আয়োজনে। ফাইনালে নির্ধারিত সময় গোলশূন্য থাকলে পেনাল্টি শুটআউটে বৃটিশ আমেরিকান টোব্যাকোকে হারিয়ে শিরোপা জেতে ইউনাইটেড গ্রুপ। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় ও করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ক্লায়েন্ট কাভারেজ এনামুল হক। টুর্নামেন্টে সেরা সেরা খেলোয়াড় হয়েছেন ইউনাইটেড গ্রুপের জান্নাতুন নাইম। একই দলের মো. নূর আলম ও মো. আরমান উদ্দিন যথাক্রমে সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো- আইডিএলসি, আবুল খায়ের গ্রুপ, ইউনাইটেড গ্রুপ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এস্কায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেড, ডিবিএল সিরামিকস লিমিটেড, প্রাণ গ্রুপ, ফকির ফ্যাশন লিমিটেড, বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও রবি আজিয়াটা। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ করপোরেট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে চলেছে।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status