ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

মৌলভীবাজারে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার
mzamin

দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমদ। জেলা প্রশাসক মূল প্রবন্ধ পাঠ করেন ও প্রধান অতিথির বক্তব্যে কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বিভিন্ন সরকারি দপ্তরে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইলই ডিসিশন দিয়ে আপনাকে অফিস থেকে বের হতে হবে। এ কারণে সরকার আমাদেরকে বেতন দেয়। ফাইল নিয়ে দিনের পর দিন সেবা গ্রহীতাদের হয়রানি করা যাবে না। 
রাইট টাইমে রাইট ডিসিশন নিতে হবে। আজকের ফাইল আজকের ডিসিশন দিতে হবে। পেন্ডিং রাখা যাবে না। এটাই হলো কর্তব্যনিষ্ঠা। আমি সৎ মানুষ কিন্তু আমি ছয় মাস ধরে ফাইল ডেসপাস করি না। তাহলে আমি তো অধিক অযোগ্য। একজন শিক্ষকের স্কুল ১০টা থেকে ৪টা পর্যন্ত। তিনি ছয় পিরিয়ড পড়ান। ওই সময়টায় তিনি বাচ্চাদেরকে মনোযোগ সহকারে ক্লাস নেবেন। যদি আধা ঘণ্টা মনোযোগ সহকারে ক্লাস না নেন, তাহলে ওই আধা ঘণ্টার টাকা তার জন্য হারাম। আমি যদি কোনো ফাইল ডেসপাস না করে বাসায় চলে যাই- এই টাকাটা নেয়া আমার জন্য হারাম। তিনি বলেন, আমাদের কাজ করতে কিছু আইন-কানুন আছে। সরকার আমার হাতে যেসব আইন তুলে দিয়েছেন এই আইনগুলোর বিধি-বিধান দেখে আমাদেরকে কাজ করে যেতে হবে। আইনের বাইরে কোনো খরচ করা যাবে না। আইনের বাইরে কোনো ডিসিশন নেয়া যাবে না। সবাইকে রাষ্ট্রীয় সম্পদের সর্বাত্মক স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে। সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. সাইফুর রহমান, জেলা দুর্নীতি কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আখলাকুর আম্বিয়া, মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী প্রমুখ। মানববন্ধন ও সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status