ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সিরাজগঞ্জে ব্যবসায়ীকে অপহরণ, আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি
৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

 সিরাজগঞ্জে আব্দুল মান্নান নামের এক মৎস্য ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। শনিবার ভোরে সলঙ্গা থানার কুতুবেরচর মৎস্য আড়ৎদার সমবায় সমিতিতে মাছ ব্যবসার জন্য যাচ্ছিল। পথে শ্রীরামেরপাড়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। ওই রাতে অপহৃতের ভাই মাহবুবুর রহমান বাদী থানায় মামলা দায়ের করেন। রোববার ভোর রাতে পুলিশ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেন। আটককৃতরা হলেন- সলঙ্গা থানার শ্রীরামের পাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আমজাদ হোসেন (৬৫), তার ছেলে আব্দুল মালেক (৪০) ও আবু তালেব (৪৫)। মামলার বাদী অপহৃতের ভাই মাহবুবুর রহমান বলেন, আমার ভাই আব্দুল মান্নান সরকার ওরফে মোন্নাফ শনিবার ফজরের নামাজ পরে ব্যবসার কাজে বাড়ি থেকে রওনা হয়। বাড়ি থেকে বের হওয়ার পরই সড়ক থেকে একটি কালো মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। মাইক্রোবাসটির পেছনে গেলেও তাদের ধরতে পারিনি। সলঙ্গা থানায় অবগত করে একটি মামলা দায়ের করি। 
পরে পুলিশ তিন জনকে আটক করেছে। সরকার ও প্রশাসনের কাছে আমাদের পরিবারে দাবি, অতিদ্রুত যেন তাকে সুস্থভাবে ফিরিয়ে দেন।
মামলার তদন্তকারী কমকর্তা সলঙ্গা থানার তদন্ত অফিসার মনোজিৎ কুমার নন্দী জানান, অপহৃতের ভাই মাহবুবুর রহমান থানায় মামলা দায়ের করেন, পরে অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করা হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রবিউল ইসলাম জানান, শনিবার ভোরে শ্রীরামেরপাড়া এলাকা থেকে আব্দুল মান্নান ওরফে মোন্নাফ নামের এক মৎস্য ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাতে অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করা হয়। অপহৃত আব্দুল মান্নান সরকার ওরফে মোন্নাফকে উদ্ধারের কাজ ও অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status