খেলা
ভারতকে হারিয়ে সিরিজে সমতায় অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৪, সোমবার![mzamin](uploads/news/main/139119_va.webp)
অ্যাডিলেডে ভারতকে ১০ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজে সমতা আনলো অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে জয় পেতে চতুর্থ ইনিংসে মাত্র ২০ বল মোকাবিলা করে অজিরা। পুরো ম্যাচে খেলা হয়েছে ১০৩১ বল। অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার সবচেয়ে ছোট টেস্টের রেকর্ড এটি। তৃতীয় দিনে ১৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে ভারত। পাঁচ উইকেটে ১২৮ রান নিয়ে দিন শুরু করে ভারত। হাতে ছিল পাঁচ উইকেট। শেষ পর্যন্ত দলীয় ১৭৫ রানে সব উইকেট হারায় রোহিতরা। জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৯ রান। এই সহজ রান তাড়া করতে দুই অজি ওপেনারের লাগে মাত্র ২০ বল। এ দিন খাতায় ৪৭ রান যোগ করতেই বাকি পাঁচ উইকেট হারায় ভারত। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং স্কট বোলান্ডের পেস তোপে মাত্র ১ ঘন্টায় গুঁড়িয়ে যায় ভারতের ইনিংস। ব্যাট করে ১২.৫ ওভার। ৩১ বলে ২৮ রান নিয়ে নামা ঋষভ পান্তকে দিনের প্রথম বলেই স্লিপে ক্যাচ বানান মিচেল স্টার্ক। তা লুফে নিতে ভুল করেন না স্টিভ স্মিথ। আরেক ভারতীয় ব্যাটার রবিচন্দ্রন অশ্বিনকে ব্যক্তিগত ৭ রানে ফেরান অজি অধিনায়ক প্যাট কামিন্স। ১২ বল খেলে শূন্য রান করে কামিন্সের কাছে ধরা দেন হার্শিত রানা। ৭ রান করা মোহাম্মদ সিরাজকে অজি পেসার বোলান্ড বোল্ড আউট করলে শেষ হয় ভারতের ইনিংস। সর্বোচ্চ ৪২ রান করেন নিতীশ কুমার রেড্ডি। ৫৭ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। নিতীশকে আউট করে টেস্ট ক্যারিয়ারে ১৪তম ফাইফার পূরণ করেন অজি পেসার। স্কট বোলান্ড তিন ও মিচেল স্টার্ক নেন দুই উইকেট। পরে দুই অজি ওপেনার নাথান ম্যাকসুইনি (১০) এবং ওসমান খাজার (৯) জুটিতে ১০ উইকেটের বিশাল জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। পার্থে প্রথম টেস্টে জয় দেখেছিল ভারত। ব্রিসবেনে আগামী ১৪ই ডিসেম্বর পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে।