বাংলারজমিন
১৫ বছরের জঞ্জালমুক্ত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: শফিকুর রহমান
স্টাফ রিপোর্টার, খুলনা ও নড়াইল, ফরিদপুর ও অভয়নগর প্রতিনিধি
২ ডিসেম্বর ২০২৪, সোমবারবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে অভূতপূর্ব সামপ্রদায়িক সমপ্রীতি রয়েছে। কিন্তু বিগত ১৫ বছরে একটি দল দেশকে এলোমেলো করে দিয়েছিল। এখন জাতীয় ইস্যুগুলোতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন। তিনি বলেন, এ দেশ কারও একার নয়, দেশ সবার। দেশ এখনো পনেরো বছরের জঞ্জালমুক্ত হয়নি। এর জন্য দরকার জাতীয় ঐক্যের। তাই সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্যদিয়ে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। তিনি বলেন, মর্যাদাশীল দেশ গড়ার কাজে সকলকে এগিয়ে আসতে হবে। পরনির্ভরশীল নয়, কৃষি ও শিল্পকে গুরুত্ব দিয়ে দেশ গড়া প্রয়োজন। রোববার সকালে খুলনার খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে এবং সেক্রেটারি গাজী মোর্শেদ মামুনের পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
এদিকে সকালে নড়াইল মালিবাগ মোড়ে পথসভায় অংশ নিয়ে শফিকুর রহমান বলেন, আমরা এমন মানবিক বাংলাদেশ গড়তে চাই যেখানে থাকবে না কোনো বৈষম্য। সকল ধর্ম বর্ণ জাতির মানুষ সমান অধিকার নিয়ে মর্যাদার সাথে থাকতে পারবে। যুবকের হাত হবে কর্মীর হাত। কেউ কারও অধিকারে হস্তক্ষেপ করবে না। ওদিকে সকালে যশোরের অভয়নগর উপজেলার শুভড়াড়া ইউনিয়নের ফেরিঘাটে পথসভায় অংশ নিয়ে শফিকুর রহমান বলেন, জাতীয় প্রয়োজনে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত ১৫ বছর স্বৈরাচারী সরকার জাতিকে দাপিয়ে বেড়িয়েছে। খুন করেছে, গুম করেছে। জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। তিনি আরও বলেন, কোটি কোটি মানুষকে মামলার জালে বন্দি করেছে। ঘরে বাইরে মানুষের শান্তি, নিরাপত্তা কেড়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন তাদের জুলুমের হাত থেকে দেশবাসীকে মুক্তি দিয়েছে।
এদিকে বিকালে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে দলটি জেলার কর্মী সম্মেলনে শফিকুর রহমান বলেছেন, মানবতার নামে আর্ন্তজাতিক ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর যে সকল নেতাদের অন্যায়ভাবে বিচার করা হয়েছে একইভাবে ওই নেতাদের হত্যার দায়ে তাদেরকেও বিচার করা হবে। সেই সাথে বিডিআর বিদ্রোহের নামে যাদেরকে হত্যা করা হয়েছে জাতি তাদের নাম জানতে চায়। আমরা সকল হত্যাকারীর বিচার চাই। তিনি বলেন, বিগত দিনে জামায়াত সম্পর্কে মানুষকে ভ্রান্ত ধারণা দেয়া হয়েছিল বাস্তবে জামায়াত এমন রাষ্ট্র ব্যবস্থা চায় যেখানে মসজিদ মন্দির গির্জা প্যাগোডায় মানুষের পাহারা দিতে হবে না। মহিলারা নির্বিঘ্নে বাইরে যেতে পারবে। ইসলাম অনুযায়ী যার যার ধর্ম পালন করবে, তাতে কোন বাধা থাকবে না।