বাংলারজমিন
পরশুরামে ফাজিল মাদ্রাসা অধ্যক্ষের বরখাস্ত প্রত্যাহার দাবিতে মানববন্ধন
পরশুরাম (ফেনী) প্রতিনিধি
২ ডিসেম্বর ২০২৪, সোমবারপরশুরাম ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম মজুমদারের সাময়িক বরখাস্ত প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। রোববার পরশুরাম উপজেলা গেটে আয়োজিত মানববন্ধনে সাবেক শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন- শামছুল আলম শাকিল, জহিরুল ইসলাম জহির, আবুল খায়ের লিটন, আতাউর রহমান নবী, আয়শা আক্তার প্রমুখ। বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, মাওলানা মো. নুরুল ইসলাম মজুমদার একই মাদ্রাসায় প্রভাষক আরবি, সহকারী অধ্যাপক এবং অধ্যক্ষ পদে প্রায় ১৪ বছর ধরে কর্মরত। চলতি বছরের ৬ই এপ্রিল মাদ্রাসার উপাধ্যক্ষসহ ৫টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পদে ৩৫-৪০ জন প্রার্থী আবেদন করেন। সব পদে প্রার্থীদের মধ্যে নিয়োগ দেওয়ার মতো প্রাপ্ত নম্বরের অধিকারী প্রার্থী ছিল। কিন্তু মাদ্রাসার সভাপতি আবদুল মোতালেব নাসিম খোন্দকার নিয়োগ বাণিজ্য করতে না পেরে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেননি। তিনি ৫টি পদের মধ্যে নিরাপত্তাকর্মী ও আয়া পদে বড় অঙ্কের টাকা নিয়োগ বাণিজ্য করে এই দুটি পদে জনবল নিয়োগ দেন বলে অভিযোগ রয়েছে। এসব অনৈতিক কাজে তিনি মাদ্রাসা অধ্যক্ষকে সহযোগিতা করতে বলেছিলেন। অধ্যক্ষ সহযোগিতা করতে অপারগতা প্রকাশ করলে সভাপতি অফিস সহকারী কাম-হিসাব সহকারী মো. সফিউল আলম চৌধুরীকে দিয়ে ২রা জুলাই তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফৌজদারি মামলা দায়ের করান। গত ৪ঠা আগস্ট ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের বিধিবিধানের কোনো তোয়াক্কা না করে অধ্যক্ষকে বরখাস্ত করা হয়। বক্তারা বলেন, ওই বরখাস্তের রেজুলেশন ও আদেশ সম্পূর্ণ বেআইনি। কেননা বরখাস্তের কমিটিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি ছিল না। ইতিমধ্যে আদালত মিথ্যা মামলা থেকে অধ্যক্ষকে অব্যাহতি দিয়েছেন। সাবেক অর্থলোভী সভাপতি কর্তৃক মিথ্যা ও বেআইনি রেজুলেশন প্রত্যাহার করে সাময়িক বরখাস্তের আদেশ বাতিল করার জন্য দাবি জানান তারা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে মাওলানা নুরুল ইসলাম মজুমদারের অধ্যক্ষের সাময়িক বরখাস্ত প্রত্যাহার দাবিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও মাদ্রাসার সভাপতির কাছে স্মারকলিপি দেন।