বাংলারজমিন
বাগেরহাটে পৌর কর্মচারীদের বেতনের দাবিতে সড়ক অবরোধ
বাগেরহাট প্রতিনিধি
২ ডিসেম্বর ২০২৪, সোমবারবাগেরহাট পৌরসভার বিভিন্ন শাখার ২২৭ কর্মচারীর ৬ মাস ধরে বেতন বন্ধ রয়েছে। বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কর্মচারীরা। গতকাল সকালে তারা পৌর ভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় তারা ৬ মাসের বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত পৌরসভার সকল কার্যক্রম বন্ধ করে দেয়ার পাশাপাশি কঠোর আন্দোলনের ঘোষণা দেন। পরে বাগেরহাট পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক ডা. মো. ফকরুল হাসান দ্রুত বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পৌরসভায় বিভিন্ন পদে থাকা কর্মচারীরা জানান, আমরা পৌরসভার নিম্নশ্রেণির কর্মচারী। আমাদের সামান্য বেতনে সংসার চালানোই কঠিন। ছয় মাসের বেতন বাকি থাকায় পরিবার নিয়ে দারুণ কষ্টে দিন কাটাচ্ছি। বকেয়া বেতনের দাবিতে আমরা একজোট হয়ে আন্দোলনে নেমেছি। আশা করছি কর্তৃপক্ষ আমাদের পরিস্থিতি বিবেচনা করে দ্রুত বকেয়া বেতন পরিশোধ করবে। না হলে পৌরসভার সব কর্মকাণ্ড বন্ধ করে দেয়া হবে।