খেলা
আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫৪ রানের রেকর্ড জয় বাংলাদেশের
স্পোর্টস রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৯ পূর্বাহ্ন
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড নারী দলকে ১৫৪ রানে হারিয়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে ব্যাটিং করে ২৫২ রান করে স্বাগতিকরা। সর্বোচ্চ ৯৬ রান করেন ১৬ মাস পর দলে ফেরা সুপ্তা। জবাবে ৯৮ রানে গুটিয়ে যায় আইরিশ নারীরা। ৩ উইকেট নেন সুলতানা খাতুন। আর মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন সমান ২টি করে উইকেট।
সুপ্তার ৪ রানের আক্ষেপ, বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
শুরু থেকে দারুণ ছন্দে থাকা শারমিন আক্তার সুপ্তা বেশ ভালোভাবেই এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু মাত্র ৪ রানের আক্ষেপে পুরতে হলো তাকে। তবে তার ব্যাটে চড়েই ওয়ানডেতে রেকর্ড সংগ্রহ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আজ মিরপুরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করে ২৫২ রান করে টাইগ্রেসরা। সর্বোচ্চ ৯৬ রান করেন সুপ্তা।
দারুন খেলেছে বাংলাদেশ - নারী দল। সুপ্তার অসাধারণ ৯৬ রানের ইনিংস দলের অন্য ব্যাটারদের ভলো ব্যাটিংকে করে দলকে জয়ে সহায়তা করতে উৎসাহিত করবে। ওডিআাই বাংলাদেশ - নারী দলের সর্বোচ্চ রানের রেকর্ড। আশা করি খুব সহজেই তারা আইরিশদের কুপোকাত করবে ইনশাআল্লাহ। কারন ইতিমধ্যে প্রতিপক্ষ ২০ ওভারে ৭২ রানে ৫ উইকেট হারিয়েছে। বড় রান ব্যবধানে স্মরণীয় জয়ের অপেক্ষায়।