ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব ১৪৪৬ হিঃ

মত-মতান্তর

আবু সাঈদ থেকে আব্দুল্লাহ আমাদের অসামান্য মৃত্যুগুলো

এম এস সেকিল চৌধুরী

(২ মাস আগে) ১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১১:১০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:১৪ পূর্বাহ্ন

mzamin

ছাত্র-জনতার আন্দোলনকালীন সময়ে আহত চিকিৎসাধীন অবস্থায় সর্বশেষ মৃত্যু বরণ করলেন আব্দুল্লাহ । আবু সাঈদ নিজের জীবন সঁপে দিয়ে আমাদেরকে নাড়া দিয়েছিলেন, আবেগকে জাগিয়ে তুলেছিলেন । আব্দুল্লাহর মৃত্যু আবার আমাদের মনে করিয়ে দিলো সব মৃত্যুই অসামান‍্য। এক একটি মৃত্যু এক একটি স্বপ্নের সমাপ্তি। কিন্তু এসব আমরা চাই না ।

জুলাই-আগস্ট অভ‍্যুত্থানে অংশগ্রহণকারী এখনো অনেকে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে, পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত হয়নি অনেকের। সর্ব্বোচ চিকিৎসা সেবা দিয়ে এই মানুষগুলোকে সারিয়ে তোলার ব্যবস্থা নিন। আর যেন কোনো আব্দুল্লাহকে আমাদের হারাতে না হয়।

দেশে—বিদেশে মানুষের লাঞ্ছনা-বঞ্চনা ও পলাতক জীবনের তালিকা দীর্ঘ । আমরা দেখতে চাই প্রতিটি মানুষ তার অধিকার নিয়ে স্বমহিমায় বেঁচে আছেন।

রাজনীতিবিদরা দেশ পরিচালনায় ছিলেন, ভবিষ্যতেও তারাই দেশ চালাবেন, কিন্তু তাদের জবাবদিহিতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা সুদৃঢ় হতে হবে। প্রতিটি মানুষের জীবন ও জীবন-যাপনের অবারিত অধিকার নিশ্চিত থাকতে হবে । এ অধিকার কেড়ে নেয়া কোনোভাবেই কাম্য নয় । দল, দলের নেতা ও রাজনৈতিক দর্শন থেকেও বড় বিষয় এক একটি মানুষের জীবন। কোনো অজুহাতে এটিকে খাটো করে দেখা যাবে না ।

আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও জনতার জীবনের সুরক্ষা প্রদানকারী রাজনীতি চাই। আমরা দায়বদ্ধ রাজনীতি চাই এবং এমন রাজনৈতিক নেতা চাই যারা মেধাবী, সৎ ও দেশপ্রেমিক।

প্রায় ১৮ কোটি মানুষের নেতৃত্বদানের প্রধান যোগ্যতা হতে হবে প্রত্যেকের জীবনের নিশ্চয়তা প্রদান। রাষ্ট্র নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয় নেতৃত্বের বিপথগামীতা ও ক্ষমতা লিপ্সার কারণে। আমরা এর নির্মূল চাই। মানুষের জন্য রাজনীতি চাই, দেশপ্রেমিক নিরহংকারী নেতৃত্ব চাই, যারা সাধারণ মানুষের ভালোবাসায় বলিয়ান হবে। এই দেশের সহযোগিতা, সেই দেশের দয়া কামনাকারী দুর্বল মেধাহীন নেতৃত্ব দেশ ও দেশের জনগণকে কিছু দিতে পারে না বরং ক্ষমতার লোভে স্বৈরাচারী হয়ে ওঠে। এরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিদেশিদের কাছে বাধ‍্য হয়ে দেশের স্বার্থ বিসর্জন দেয়, অর্থনৈতিক লুটপাটের সুযোগ করে দেয়।

সকল অপমৃত্যু ও নিপীড়নের বিরুদ্ধে জেগে ওঠার জন্য ছাত্র-জনতার অকাতরে জীবনদান আমাদের পাথেয় হোক । আমরা কোনো মৃত্যু ভুলে যেতে চাই না । কোনো বিশেষ রাজনৈতিক দল ও কালের সাফাই নয় বরং সকল কালে, বল প্রয়োগ, দমন-পীড়ন ও আবু সাঈদ-আবদুল্লাহর মতো জীবনহানি থেকে মুক্ত রাজনীতি চাই।

কালে কালে যারাই জীবন দিয়েছেন তাদের সকলের জীবনই মূল্যবান এবং এক একটি স্বপ্নের বটবৃক্ষ। এই স্বপ্নগুলোর অপমৃত্যু আমরা আর চাই না।

পাঠকের মতামত

সরকারকি নিশ্চয় করে বলতে পারবে শহীদ আব্দুল্লাকে আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হয়েছিল?

তৈমুর
১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৬:৪০ অপরাহ্ন

All buildings, roads, institutions, landmarks, etc., which are currently named after the members of the Sheikh family should be renamed after the shahids of the July-August revolution.

Nam Nai
১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ২:১৭ অপরাহ্ন

লেখক যে ধরনের সরকার ব্যবস্থার কথা বলেছেন তা এককথায় ইনসাফের সরকার। যে সরকারের সকল ফায়সালা হবে ইনসাফপূর্ণ। অন্যভাবে বললে, যে সরকার পক্ষপাতমুক্ত হবে। সরকারের মন্ত্রীরা শপথ নেয়ার সময় বলেন, 'অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেবেনা'। এরপর সরকার পরিচালনার সময় দেখা যায় সীমাহীন দলীয়করণ এবং নিজস্ব পছন্দের লোকজন বসিয়ে দিয়ে জনগণের অধিকার হরণ করা হয়। শপথবাক্যের কথা ভুলে যায় বা আমলে নেয়না। এর কারণ কি? কারণ, প্র্যাক্টিসিং মুসলিম হলে হৃদয়ে আল্লাহর ভয় কাজ করে। আল্লাহর ভয়ের বিষয় হচ্ছে মৃত্যু পরবর্তী পুনরুত্থান এবং দুনিয়ার জীবনের সকল কর্মকাণ্ডের জবাবদিহির ভয়। মানুষ যখন নিজেকে জবাবদিহির ঊর্ধ্বে মনে করে তখনই বেপরোয়া হয়ে পড়ে এবং জুলুমের রাজত্ব কায়েম করে। রাসূল মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খুলাফায়ে রাশেদীনের মদীনার সরকার ব্যবস্থা কিছুদিনের জন্য হলেও মানুষের মাঝে ইনসাফের সরকার ব্যবস্থা কায়েম করে পক্ষপাতহীন সমাজ উপহার দিতে সক্ষম হয়েছিলো। মদিনার সেই মডেল সরকার যদি এখনো অনুসরণ করা হয় তাহলে মানুষ ইনসাফের সুফল পেতে পারে।

আবুল কাসেম
১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:০৩ অপরাহ্ন

মত-মতান্তর থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

মত-মতান্তর সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status