বাংলারজমিন
বান্দরবানে বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
বান্দরবান প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবারস্মরণকালের সেরা গণজমায়েতের মধ্যদিয়ে বান্দরবান জেলা বিএনপি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বুধবার বিকালে স্থানীয় রাজার মাঠ থেকে র্যালি বের হয়ে বান্দরবানে প্রেস ক্লাবের সামনে এ জনসভা হয়। বান্দরবান জেলা বিএনপি সভাপতি মিসেস মাম্যাচিং এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, প্রধান বক্তা কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বান্দরবান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক লুসাই মং, বান্দরবান জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষারসহ জেলা ও উপজেলার বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। জনসভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্যদিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতা নিশ্চিত, দেশকে স্বাবলম্বী ও জাতিকে মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। কোনো ষড়যন্ত্রই জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখতে পারবে না। বিপ্লবের চেতনায় উদ্ভাসিত হয়ে বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করবেই। আজকের এই র্যালির ঐক্য শুধু বিএনপি’র জন্য নয়, এই র্যালি সাধারণ মানুষের। জনসভার আগে স্থানীয় রাজার মাঠ থেকে হাজার হাজার বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিশাল র্যালি সহকারে জনসভায় যোগ দেন।