বাংলারজমিন
হবিগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডারসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবারহবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকালে জেলার নতুন ব্রিজ এলাকা থেকে চুনারুঘাট থানা পুলিশ আব্দুস সামাদকে গ্রেপ্তার করে। তিনি চুনারুঘাট উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও হাতুন্ডা বিলপাড় এলাকার বাসিন্দা। একইদিনে আসাদুল ইসলামকে উপজেলার ফুলপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। তিনি পাইকপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।
জানা যায়, গত ১১ই সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনের নামে থানায় মামলা দায়ের করেন চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নাসির উদ্দিন। এ মামলায় সামাদ এজাহারনামীয় ও আসাদুল ইসলাম তদন্তে প্রাপ্ত আসামি বলে জানায় পুলিশ। চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র, ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে এ মামলায় আসামি করা হয়।
মামলায় বাদী অভিযোগ করেন, গত ১৬ই জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্বরে লোকজন জড়ো হতে থাকলে সেখানে ছাত্র-জনতার ঢল নামে। ব্যারিস্টার সুমনের নির্দেশে বিকাল সাড়ে ৪টার দিকে আসামিরা ছাত্র-জনতার ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ নানা শ্রেণি-পেশার অসংখ্য মানুষ আহত হন। চুনারুঘাট থানার ওসি নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর তাদের হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। পরে সেখান থেকে কারাগারে পাঠানো হয়।