খেলা
আজ খেলছেন না শান্ত, শঙ্কা ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়েও
স্পোর্টস ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ১১ নভেম্বর ২০২৪, সোমবার, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৫১ অপরাহ্ন
গেলো ম্যাচে ফিল্ডিংয়ের সময়ে গ্রোয়েন ইনজুরিতে পড়েন নাজমুল হোসেন শান্ত। সে কারণেই আজ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলা হচ্ছে না এই টাইগার অধিনায়কের। এমনকি ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। শান্তর জায়গায় আজ অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ।
শারজাহতে দ্বিতীয় ম্যাচে শর্ট কাভারে ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে টান লাগে শান্তর। সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন তিনি, ব্যাথায় কাতরাতে দেখা যায় তাকে। এরপর মাঠ ছেড়ে যান ওই ম্যাচের ম্যাচসেরা এই ব্যাটার। বাকিটা সময় অধিনায়কত্ব করেন মিরাজ।
শান্তর জায়গায় আজ একাদশে আসতে পারেন জাকির হাসান। স্কোয়াডে থাকলেও প্রথম দুই ম্যাচে একাদশে ছিলেন না তিনি।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৯২ রানে হারে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে ৬৮ রানের জয়ে সিরিজে সমতা ফেরায় তারা। ৩ ম্যাচ সিরিজের আজ শেষ ম্যাচ তাই অঘোষিত ফাইনাল।